ফোনে ‘জয় শ্রীরাম’ বলার নিদান নেতার

0
79

সুদীপ পাল, বর্ধমানঃ

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর দেবু টুডু সম্প্রতি অভিযোগ জানিয়েছিলেন, ফোন করে বিজেপি নেতা কর্মীরা তাঁকে ‘জয় শ্রীরাম’ বলাতে বাধ্য করলে, তিনি তা মেনে না নেওয়ায় ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।

সৌমিত্র খাঁ। ফাইল চিত্র

এবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ প্রকাশ্য সভায় বিজেপি নেতা কর্মীদের দেবুবাবুর ফোন নম্বর দিয়ে তাঁকে ‘জয় শ্রীরাম’ বলার নিদান দিলেন। গলসির আদ্রাহাটি বাসস্ট্যান্ডের সভায় যোগ দেওয়া কর্মীদের একাংশ বলছেন, সভায় সাংসদ একটি ফোন নাম্বার উল্লেখ করেছেন। সেই ফোন নাম্বারে ফোন করে ‘জয় শ্রীরাম’ বলার নিদানও দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, তিনি নিজেও সেই নাম্বারে ফোন করেছিলেন। কিন্তু ফোন সুইচড্‌ অফ পেয়েছেন। এই ফোন নাম্বারটি বর্ধমান জেলা সভাধিপতি দেবুবাবুর। সৌমিত্রবাবু বলেন, “এই নাম্বারে ফোন করে ‘গুড মর্নিং’ বলার পরে ‘জয় শ্রীরাম’ বলবেন।”

এই ঘটনার পর ফের শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। এই মন্তব্য প্রসঙ্গে দেবুবাবু বলেন, বিজেপি হতাশ। এইসব কথা হতাশার বহিঃপ্রকাশ। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, সাংসদের এমন মন্তব্যের কারণ বর্ধমান ১ এর কুড়মুনের সভায় দেবুবাবু মন্তব্য করেছিলেন, ‘জয় শ্রীরাম’ বললে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন দেবুবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here