পিয়া গুপ্তা ,উত্তর দিনাজপুরঃ
28শে সেপ্টেম্বরে রিলিজ হলো
সুঁই ধাগা’র সিনেমা
অনুষ্কা শর্মা ও বরুণ ধাওয়ান অভিনীত এই সিনেমা দেখার জন্য উত্তর দিনাজপুরের বহু সিনেমা হল গুলোতে কম বেশী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।তবে পারিবারিক এই সিনেমা সাধারণত পরিবারের সদস্যদের নিয়েই দেখতে যান বহু সিনেমা প্রেমী মানুষেরা।তবে এই সিনেমা নিয়ে যদিও যুবক যুবতীদের তেমন উৎসাহ লক্ষ করা যায়নি ।
সুঁই ধাগা একটি পারিবারিক জীবন সংঘর্ষকে নিয়ে লেখা একটি সিনেমা।এই সিনেমায় অনুষ্কা ও বরুণ একটি সাধারণ ঘরের ছেলেমেয়ের চরিত্রে অভিনয় করছে।
অনুষ্কাকে এই সিনেমা তে মমতা নামের এক সাদাসিধে গ্রামের বউ এর চরিত্রে অভিনয় করতে দেখা গেল।অন্যদিকে বরুণ ধওয়ান এখানে মজি নামে একটি সাধাসিধে ছেলের চরিত্রে অভিনয় করছে।যার পেশার জন্য বিয়ের পর একটু অসন্তুষ্ট ছিলেন অনুষ্কা।এই সিনেমায় সুঁই ধাগার দিয়ে সেলাই করেই অনুষ্কা কিভাবে জীবন সংঘর্ষে জয়ী হয়েছে তার বিস্তারিত ভাবে রয়েছে।এই সিনেমায দুটি স্বামী স্ত্রী জীবনের কঠিন পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে।নিজের বাস্তব জীবনে ঝাঁ চকচকে দুনিয়া থেকে বেরিয়ে একটি গ্রামের পরিবেশকে যদিও মানিয়ে একটা সিধাসিধে মেয়ের চরিত্রে অভিনয় করা যদিও সম্ভব ছিল না অনুষ্কা পক্ষে।তবে এই চলচ্চিত্রে খুব সুন্দর ভাবে অভিনয় করেছেন বরুণ ও অনুষ্কা।
বিয়ের পর যদিও অনুষ্কার এটি প্রথম সিনেমা।বরুণের এই সিনেমা
জানা যায় বক্স অফিস মুক্তির প্রথম দিনে ৮.২৫ কোটির ব্যবসা করেছে এই সিনেমাটি।অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ ও অজয় দেবগণের ‘রেড’ সিনেমার মতোই হয়েছে এর শুরুটা।সারা দেশ জুড়ে প্রায় ২২০০ থিয়েটারে মুক্তি পেয়েছে ‘সুঁই ধাগা’।সাধারণত বড় সিনেমার ক্ষেত্রে এই হলের সংখ্যাটা কমই। এছাড়া ভারত বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল ম্যাচও শুক্রবারই থাকায় হয়ত তার জেরও এসে পড়েছে এই ছবির ব্যবসার উপর।
এই চলচ্চিত্র তরুণদের চেয়েও বেশি পরিবার হিসেবে দর্শকদের আকর্ষণ করেছে।পরিচালক শরত কাতারিয়া পারিবারিক এই সিনেমা তৈরি করেছেন দর্শকদের মন জয় করতে।কিন্তু কোথাও গিয়ে দর্শকদের চাহিদা হয়তো খুব বেশী পূরণ করতে পারেনি ‘সুঁই ধাগা’।
আরও পড়ুনঃ হৈ চৈ নিয়ে ভক্তদের মাঝে দেব
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584