আত্মঘাতী কর্মরত বিএসএফ জওয়ান

0
255

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

কর্তব্যরত অবস্থায় বিএসএফের এক জওয়ান তার স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করে।

suicidal Jawan | newsfront.co
আত্মঘাতী জওয়ান দীনেশ কুমার পাত্র।নিজস্ব চিত্র

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভাটোল সীমান্তে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বিএসএফ জওয়ানের নাম দীনেশ কুমার পাত্র। ১৪৬ নম্বর ব্যাটালিয়ন তিনি কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।

গুরুতর আহত অবস্থায় দীনেশ কুমার পাত্র নামে ওই বিএসএফ জওয়ানকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

বিএসএফ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ ওই বিএসএফ দিনেশ কুমার পাত্র মানসিক অবসাদে ভুগছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ গুসকরা বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত পরিচয় মূক-বধির যুবতীকে উদ্ধার

কেন কিভাবে এই ঘটনা ঘটল গোটা বিষয়টি নিয়ে বিএসএফ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here