স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্ক,ফেসবুক লাইভে আত্মঘাতী স্বামী

0
131

হরষিত সিংহ,মালদহঃ

Suicidal husband
লাইভে রকি সাটিয়ার। ফেসবুক থেকে গৃহীত

স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে মানসিক আবসাদে ফেসবুকে লাইভ ভিডিও করে আত্মঘাতী হলেন স্বামী।বৃহস্পতিবার রাতে মালদহের ইংরেজবাজার থানার যদুপুর পঞ্চায়েতের কমলাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটেছে।পুলিশ দেহটি উদ্ধার করে। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম রকি সাটিয়ার( ৩৮)।

Suicidal husband
মৃত রকি সাটিয়ারের দেহ ঘিরে পরিজন। ছবিঃঅভিষেক দাস

তিনি পেশায় ইংরেজবাজার পুরসভার অস্থায়ী কর্মী। পাশাপাশি তিনি নিজে একটি ছোট ব্যবসাও শুরু করেন। বাড়ি পুরাতন মালদহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়ায় হলেও গত পাঁচ বছর ধরে স্ত্রী ও মেয়েকে নিয়ে কমলাবাড়ী এলাকায় থাকতেন। জানা গিয়েছে ২০১২ সালে চাঁচল থানার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল আলমের মেয়ে সুহানা পারভিনকে বিয়ে করেন৷তাঁদের তিন বছরের একটি মেয়ে রয়েছে৷কিন্তু গত কয়েক বছর থেকে স্ত্রী সুহানা বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পরে। বিষয়টি জানতে পেরে রকি স্ত্রীকে বারণ করে। কিন্তু কোন সুরাহা হয়নি।অভিযোগ গৃহবধূর পরিবারের লোকেরা বিষয়টি জানতে পারলে উল্টে রকির উপর নানারকম চাপ সৃষ্টি করতে থাকে।

Suicidal husband
রকি সাটিয়ারের মৃত দেহ। ছবিঃঅভিষেক দাস

এর জেরে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদের ভুগছিল রকি।এদিন রাতে ফেসবুকে নিজের সমস্ত ঘটনা উল্লেখ করে লাইভ ভিডিও করে। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পুলিশ গভীর রাতে দেহটি উদ্ধার করে নিয়ে আসে।ঘটনায় মৃতার দাদা ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।

আরো পড়ুনঃ প্রতিকূল আবহাওয়ায় দিকভ্রান্ত ট্রলার উদ্ধার দীঘায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here