প্রতিকূল আবহাওয়ায় দিকভ্রান্ত ট্রলার উদ্ধার দীঘায়

0
73

শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ

গভীর সমুদ্রে উদ্দেশ্যহীন ভাবে একটি ট্রলারকে ভাসতে দেখে প্রমাদ গোনেন দিঘা মোহনা থানার কর্তব্যরত রেসকিউ বোট।তাঁদের তৎপরতায় শেষ পর্যন্ত সমুদ্র থেকে বারোজন মৎস্যজীবিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
মৎস্যজীবিদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে দীঘা মোহনায়।যেখানে দীঘা ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশান উদ্ধার হওয়া মৎস্যজীবিদের দেখভালের দায়িত্ব নিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ থেকে মাছ ধরতে বেরিয়ে গভীর সমুদ্রে ঝড়ের মুখে পড়ে যায় মৎস্যজীবিদের দুটি ট্রলার।কাকদ্বীপ থেকে প্রায় তিন ঘন্টার যাত্রাপথ পাড়ি দিয়ে সমুদ্রের অনেকটা গভীরে অপু-১ নামের একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।উত্তাল ঢেউয়ে সেটিকে নোঙ্গর করতেই ট্রলারটি ডুবে যেতে থাকে।ওই সময় ট্রলারে থাকা ছয় মৎস্যজীবি সমুদ্রে ঝাঁপ দেয়।তখন কিছুটা দূরে থাকা মা গঙ্গা নামের আর একটি ট্রলার ছুটে এসে ওই মৎস্যজীবিদের উদ্ধার করে।এরপর তাঁরা পাড়ের দিকে আসতে থাকলে সমূদ্রের ঢেউয়ে তাঁদেরও ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।
এই পরিস্থিতিতে একেবারে নিয়ন্ত্রণহীন অবস্থায় ট্রলারটি ভাসতে থাকে।এদিন বেলার দিকে উত্তাল সমুদ্রের অনেকটা গভীরে একটি ট্রলারকে অস্বাভাবিক ভাবে ভাসতে দেখে সন্দেহ হয় দীঘা মোহনা থানার রেসকিউ ট্রলারের।
তাঁরা দ্রুত সমুদ্রে গিয়ে ওই ট্রলারের সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টি জানতে পারে। এরপরেই বিকল হয়ে যাওয়া ট্রলারকে দড়ি দিয়ে বেঁধে টেনে পাড়ে এনে তোলা হয়েছে। এরপর তাদের শুশ্রূষা করা সহ খাওয়া দেওয়া ও দেখভালের দায়িত্ব নিয়েছে দিঘা ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশান।
ইতিমধ্যে তাঁদের পরিবারে খবর পাঠানো হয়েছে।সেই সঙ্গে আগামী কাল তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।ইতিমধ্যে আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় আগামী ১৮ ঘন্টা সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

আরো পড়ুনঃ ডোমকলে নৌকাডুবি,নিঁখোজ সাত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here