আত্মঘাতী প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ভি বি চন্দ্রশেখর

0
117

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিবি চন্দ্রশেখর আত্মঘাতী হলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড টুইটারে শোক জ্ঞাপন করে এই খবর জানায়। পাশাপাশি টুইটারে শোক জ্ঞাপন করেন হরভজন সিংরা ।

V. B. Chandrasekhar | newsfront.co
ভি বি চন্দ্রশেখর। চিত্র সৌজন্যঃ এএনআই

মাত্র ৫৭ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রের খবর।

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এই ওপেনার ব্যাটসম্যান তামিলনাড়ু প্রিমিয়ার লিগের দল ভিবি কাঁচি ভিরান্সের মালিক ছিলেন। এই দলের মালিক থাকাকালীন তিনি বহু টাকা লোকসানের সম্মুখীন হন। এছাড়াও ব্যক্তিগতভাবে একাধিক ঋণে জর্জরিত হয়েছিলেন। বন্ধু পড়েছিল বাড়িও । আর্থিক দুরবস্থার কারণ থেকেই অবসাদ এবং তা থেকে আত্মহননের পথ বেছে নেন চন্দ্রশেখর ।

আরও পড়ুনঃ কলকাতায় বজ্রাঘাতে মৃত ৪, আহত ১৯

ক্রিকেট বিশ্বে চন্দ্রশেখরের পরিচয় :

১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলের হয়ে সাতটি একদিনের ম্যাচ খেলেন চন্দ্রশেখর । ১৯৮৮ সালের ইরানি ট্রফিতে ৫৬ বলে সেঞ্চুরি করেন তিনি প্রচারের শিরোনামে আসেন । ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে রান হয়েছিল ৪৯৯৯ , এর মধ্যে আবার দশটি সেঞ্চুরিও ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here