সুদীপ পাল,বর্ধমানঃ
রাজ্যে ইতিমধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে।এই ফল প্রকাশকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীরা উৎসবে মেতেছে। তবে এই ফল প্রকাশের অন্যদিকে আছে সেই দিকটি বড় বেদনার। মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল মাধ্যমিকের পরীক্ষার্থী বর্ষা মালিক (১৬)।

রায়না ১ ব্লকের নাড়ুগ্রামে তার বাড়ি। মৃতার বাবা হারাধন মালিক বলেন, তাঁর মেয়ে নাড়ুগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। গতবারও পরীক্ষা দিয়েছিল সে। কিন্তু গতবার অকৃতকার্য হয়েছিল। নতুন উদ্যমে পড়াশুনো শুরু করেছিল কিন্তু এ বছরও অকৃতকার্য হওয়ায় তার মন ভেঙে যায়। পরীক্ষার রেজাল্ট বাড়ি নিয়ে আসে। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে গলায় গামছার ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। বর্ষার সহপাঠীরা তার বান্ধবীর এই মৃত্যু মেনে নিতে পারছেন না।
আরও পড়ুনঃ অঙ্কে অকৃতকার্য,আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার
এই বিষয়ে সমাজকর্মী তরুন আড়ি বলেন,অকৃতকার্য হওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। নতুন ভাবে আবার শুরু করতে হত।একটি পরীক্ষায় অকৃতকার্য হয়ে জীবন শেষ করে দেওয়া অত্যন্ত মূর্খামির পরিচয়। কিন্তু জীবনের এটি এমন একটি পর্যায়ের পরীক্ষা হয় যেখানে ছাত্র-ছাত্রীদের সামাজিক মর্যাদা বেশি গুরুত্ব পায়। খুব স্বাভাবিকভাবেই এ ক্ষেত্রেও তাই হয়েছে। অকৃতকার্যতা থেকে আত্মঘাতী হয়েছে।এই ঘটনায় বিদ্যালয় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584