সদ্য বিবাহিত গৃহবধূর আত্মহত্যা

0
146

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Suicidal newly married housewife
আত্মঘাতী অন্নপূর্ণা দাস নস্কর।ফাইল চিত্র

বিয়ের পঁচিশ দিনের মধ্যে গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার দক্ষিণ দুর্গাপুর রথতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় প্রসেনজিৎ দাস(২৬) পেশায় দর্জি,মা ও ছেলের সংসার। গত দু’বছর আগে বাবা দুর্যোধন দাস মারা যায়। সংসারের কাজকর্ম করার লোকজন না থাকায় বৃদ্ধা মাকে দেখার জন্য,কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্রগ্রাম পঞ্চায়েতের ১৪ নং এলাকার বাদল নস্করের একমাত্র মেয়ে অন্নপূর্ণা দাস নস্কর(২০)-এর সঙ্গে এই মাসের ৫ই ফাল্গুন বিবাহ করে।

Suicidal newly married housewife
আত্মঘাতী গৃহবধূর শ্বাশুড়ি।নিজস্ব চিত্র

সামাজিক নিয়মকানুন মেনে হলুদ ছাড়িয়ে পনেরো দিনের দিন, মৃতা অন্নপূর্ণার দাদা এবং বৌদির সঙ্গে শ্বশুর বাড়িতে আসে।দাদা একদিন থেকে চলে গেলেও বৌদি থেকে যায় ননদের বাড়িতে।ননদের বাড়িতে পাঁচ দিন থাকার পর গতকাল তার স্বামী তাকে নিতে আসে।গতকাল স্থানীয় গদামথুরা শিবের মেলায় দাদা বৌদি,স্বামীর সঙ্গে বেড়িয়ে আসে সে।কিন্তু আজ যখন দাদা বৌদি বাড়ি যাবে তখন বাধা দিতে থাকে সে, কান্নাকাটি জুড়ে দেয় দাদা বৌদির সঙ্গে বাপের বাড়ি যাবার জন্য।কিন্তু তারা না নিয়ে বাড়ি চলে যায়।তখন এই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরের মধ্যে পাখায় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে।

Suicidal newly married housewife
এই ফ্যান থেকেই ঝুলে পড়ে অন্নপূর্ণা।নিজস্ব চিত্র

শাশুড়ি বাড়ি এসে দেখে বউমা গলায় দড়ি দিয়ে ঝুলছে তখন চিৎকার চেঁচামেচি করে লোকজন ডাকলে তারা স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

আরও পড়ুনঃ পণের প্রত্যাশা অপূরিত, আত্মহত্যা গৃহবধূর

চিকিৎসক সেখানে মৃত বলে ঘোষণা করে।খবর যায় ঢোলাহাট থানায়,পুলিশ অস্বাভাবিক মামলা রুজু করে কাকদ্বীপ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here