সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রস্তাব মহিলার।সোশ্যাল মিডিয়াই (ফেসবুক)ঘনিষ্ট মুহূর্তের ছবি প্রকাশ করে ঐ মহিলা অপমানে আত্মঘাতি হয় কিশোর,অভিযোগ মৃতের পরিবারের।ঊনিশ বছরের কিশোরের নাম সুমন মণ্ডল।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার বগাখালি নিশিকান্তের পোলে।অভিযোগ সুমনের সঙ্গে বিবাহিত মহিলা শারিকা জানা পরিচয় হয় সুমনের দিদির বাড়ি মহেশতলা থানার বিশালক্ষ্মীতলা পণ্ডিত পাড়ায়।শারিকা জানা সুমন কে প্রথম দিকে ভাই বলে ডাকাডাকি করতো।পরে ফোন নম্বর দেওয়া নেওয়া করে। পরে ধিরে ধিরে ঘণিষ্ঠ হওয়া এইভাবে চলতে থাকে তারপর শুরু হয় টাকা চাওয়া,বিবাহের জন্য চাপ বিবাহ করতে অস্বীকার করে সুমন মণ্ডল।শারিকা জানা পুলিশ কেসের ভয় দেখায়, নিয়ে যায় দীঘা,বেলঘরিয়া।এরপরে মহেশতলা থানার বাটায় ঘর ভাড়া করে থাকে।
শেষমেষ বিষ্ণুপুর থানার বগাখালি নিশিকান্তের পোলে সুমনের বাড়িতে আসে শারিকা ও সুমন।সুমনের পরিবারের লোকজন মেনেও নেয় শারিকাকে। কিন্তু শারিকা জানা সুমনের কাছে ৫ হাজার টাকা চাই,দিতে অস্বীকার করে সুমন।দীঘায় দুই জনার ঘণিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে শারিকা জানা তাও সুমন মণ্ডলের ফেসবুক একাউন্ট থেকে।অবশেষে শারিকা চলে যাই। সোশ্যাল নেটওয়ার্কে ছবি ছাড়াই বাড়ির বাইরে বের হতে পারছিল না সুমন।বন্ধু বান্ধবদের কটুকথার পাশাপাশি সে অবসাদ গ্রস্ত হয়ে পরে।
অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় সুমন। আজ বাড়ি থেকে কিছু দূরে বাগানের মধ্যে ওরণা দিয়ে গলাই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সুমন। বিষ্ণুপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ ।শোকস্তব্ধ গোটা এলাকা।
আরও পড়ুনঃ বিজেপি কর্মী খুন,অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584