নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
খড়্গপুরে নিজের কোয়ার্টারে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী খড়্গপুরের দক্ষিণ পূর্ব রেল শাখার লোকো পাইলট।মৃত লোকো পাইলট গুড্ডু কুমার বিহারের বাসিন্দা। জানা গেছে গুড্ডু কুমার বেশ কিছুদিন ধরেই নাকি ছুটি চাইছিলেন।কিন্তু আধিকারিকরা কিছুতেই তাঁর ছুটি মঞ্জুর না করায় মানসিক অবসাদে শুক্রবার রাতে নিজের কোয়ার্টারে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।
এই খবর জানা জানি হতেই শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল খড়্গপুর রেল ইয়ার্ড সংলগ্ন এলাকা।লোকো পাইলটদের অফিসের সামনে একের পর এক লোকো পাইলট জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।ক্রমেই তাঁদের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।ঘটনার খবর পেয়ে আরপিএফ জওয়ান ও আধিকারিকেরা ঘটনাস্থলে এলে তাঁদের ঘিরেও চলে বিক্ষোভ।ঘটনাস্থলে হাজির হয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফ আধিকারিকেরাও।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584