শ্যামল রায়, বর্ধমান, ৩রা এপ্রিল ঃ
পোকার আক্রমনে আলুর ফলন কম হওয়ায় দেনার দায়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক ভাগ চাষি। মৃত ভাগচাষীর নাম বীরসিং সোরেন (৪৫)। বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি থানার রসুলপুরে। সোমবার রাতে অসুস্থ অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, এ বছর বিঘে পাঁচেক জমি ভাগে নিয়ে আলু চাষ করেছিলেন বীরসিং বাবু। কিন্তু এবছর ফসলের ভালো দাম থাকলেও তার আলু জমিতে নাবি ধ্বসা ও লেদাপোকা আক্রমন করায় ফসলের পরিমান অনেক কমে যায়। বিঘা প্রতি যেখানে ৪ মন আলু উৎপাদন হওয়ার কথা সেখানে তার জমিতে মাত্র দুই থেকে আড়াই মন আলু উৎপাদন হয়। আলু চাষ করতে গিয়ে তার সার, বীজ, ট্রাক্টর, সেচের জলের দরুন প্রায় ৭০ হাজার টাকা ঋন হয়ে যায়। ফসল উৎপাদন কম হওয়ায় ঋনের টাকা পরিশোধ করতে না পারার অবসাদেই আত্মঘাতী হয়েছে ওই ভাগচাষী বলে দাবী তার পরিবারের লোকেদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584