ঋণের দায়ে আত্মঘাতী কৃষক

0
91

শ্যামল রায়,কালনাঃ

Suicide Farmers Suffer Loans
মৃত কৃষক।নিজস্ব চিত্র

শুক্রবার কালনা থানার বাঘনাপাড়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রাম থেকে এক চাষীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত চাষির নাম কালীপদ দাস, বয়স৭৫ বছর। এদিন মৃতদেহটি কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্ত হয়।

মৃতের ছেলে সুজল দাস অভিযোগ করেছেন যে তার বাবা চাষ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন।তাই  ঋণের টাকা পরিশোধ না করতে পেরে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে  আত্মঘাতী হয়েছেন।
মৃতের ছেলেসুজল দাস আরও জানিয়েছেন যে তাদের ১৫ বিঘা জমি রয়েছে।

আরও পড়ুনঃ ঋণের দায়ে আত্মঘাতী কৃষক

গতবছর তার বাবা আলু এবং ধান চাষ করতে গিয়ে ৫ লক্ষ টাকা ঋন নেয়। ঋণের কিছু টাকা শোধ করতে পারলেও বাকী টাকা জোগাড় করতে হিমশিম খেতে হয়েছে বাবাকে। একদিকে ব্যাংকের তাগাদা, অন্যদিকে অন্য মহাজনদের কাছ থেকে সুদে টাকা এনে চাষ করতে গিয়ে চরম সমস্যার মধ্যে ছিলেন কালীপদ বাবু।

এ বছরও আলু এবং ধানে চরম লোকসানের মধ্যে পড়তে হয়েছে। তাই ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আত্মসম্মানে লেগেছিল কালীপদ বাবুর।

ছেলের আরো দাবি বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তার বাবা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের দিকে বিছানা থেকে উঠে গিয়ে রান্নাঘরে আত্মঘাতী হন। কালিপদ বাবুর স্ত্রী অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রান্নাঘরে গিয়ে দেখেন যে ঝুলছেন তিনি। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইতিমধ্যে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় চাষীরা জানিয়েছেন যে কালিপদ দাসের মত অনেকেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন চাষে লোকসান খেতে খেতে। একদিকে আলু চাষে লোকসান অন্যদিকে সবজি চাষে লোকসান তাই চাষিরা মারাত্মকভাবে আর্থিক সংকটের মুখে- দাবি স্থানীয় চাষীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here