হরষিত সিংহ,মালদহঃ
ঋণের দায়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক কৃষক।মালদহের গাজল থানার গোয়াল নাগরা গ্রামে ঘটনাটি ঘটেছে।মালদহ মেডিকেলে চিকিৎসাধীন আবস্থায় রবিবার সকালে মৃত্যু হয় তার।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম গৌরাঙ্গ বর্মন(৬০)। বাড়ী গাজোল থানার গোয়াল নাগরা গ্রামে।পরিবারে রয়েছে স্ত্রী বদো বর্মন সহ চার ছেলে মেয়ে।কর্মসূত্রে সকলে বাড়ীর বাইরে থাকে।জানা গিয়েছে গোরাঙ্গ বর্মনের নিজের কিছু চাষের জমি রয়েছে।এছাড়াও তিনি লিজে কয়েক বিঘা জমি চাষ করতেন।গত বছর বন্যায় ব্যাপক লোকসান হয় ধান চাষে।তার পর চড়া সুদে ঋণ নিয়ে তিনি আলু চাষ করেন।কিন্তু তাতেও লোকসানের মুখে পড়েন।এদিকে মহাজনেরা ঋণ টাকা শোধের জন্য চাপ দিচ্ছিল।তিনি তাদের আশ্বাস দেন এবার আমন ধান চাষ করে ঋণ শোধ করবেন।
কিন্তু জেলা জুড়ে বৃষ্টির ঘাটতিতে এবার ধান চাষ সম্ভব হয়নি। এদিকে গোরাঙ্গ বাবুর প্রায় তিন লক্ষ টাকা ঋণ রয়েছে।তাই ঋণের টাকার চিন্তায় মানসিক অবসাদের জেরে শনিবার রাতে বাড়িতে মজুত রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়।সেখান থেকে মালদহ মেডিকেলে রেফার করলে রবিবার ভোরে মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতার পরিবারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584