নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
স্বামী গত পাঁচ বছর ধরে পক্ষাঘাতে বিছানায়,নিজেও কর্মহীন, বয়স হয়েছে। সংসারের ঘানি টেনে এসেছেন দীর্ঘদিন ধরে। মেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করায় দুশ্চিন্তায় পড়েছেন মা অঞ্জলী সরকার। জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পায়েল সরকার,এবারে উচ্চ মাধ্যমিকে ৪৬৬ নম্বর পেয়ে সুনাম অর্জন করেছে।
পায়েলের ইচ্ছা সে নার্স হয়ে মানুষের সেবা করবে। ফালাকাটা ব্লকের হেদায়েত নগরের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা বাবা রঞ্জিত সরকার পথ দুর্ঘটনায় শয্যাশায়ী।বাবা,মা ও মেয়ে মিলে ৩জন সদস্যের পরিবার। পরিবারে উপার্জন করার মতো কোন পুরুষ মানুষ নেই।
আরও পড়ুনঃ রায়গঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক করোনা পজিটিভের হদিশ
তাই মেয়ে পায়েলের ভবিষ্যতে পড়াশুনাে নিয়ে বিপাকে পড়েছেন মা অঞ্জলী দেবী। অঞ্জলী দেবী জানান, “আমাদের আর সাধ্য নেই মেয়েকে পড়ানোর। সরকারের কাছে অনুরোধ তার মেয়ের ইচ্ছাপূরণ করতে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584