স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে আত্মঘাতী গৃহবধূ

0
161

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

Suicide housewife due to her husband's extramarital affair
আত্মঘাতী গৃহবধূ।ফাইল চিত্র

বিবাহ বর্হিভূত সম্পর্ক নিয়ে টানাপোড়নের জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ।বৃহস্পতিবার রাতে মালদহের বামোনগোলা থানার পাকুয়াহাট কানসা এলাকায় ঘটনাটি ঘটেছে।পরিবারের লোকেদের অভিযোগ মামা শ্বশুরের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পরে গৃহবধূ। তারি জেরে আত্মহত্যা করে গৃহবধূ।ঘটনায় থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।

পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম অলোকা মন্ডল বর্মন(২১)।স্বামী হর্ষবর্ধন বর্মন পেশায় ভিন রাজ্যের শ্রমিক। বাড়ি হব্বিপুর থানার পান্নাপুর গ্রামে।২০১১ সালে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের পরিবারে একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ কুশমন্ডিতে মদ না পেয়ে আত্মঘাতী গৃহবধূ

স্বামী ভিন রাজ্য থাকায় অধিকাংশ সময় অলোকা মন্ডল বর্মন বাবা বাড়ি বামোনগোলা ব্লকের পাকুয়া কানসা এলাকায় থাকত।স্বামীর অবর্তমানে ওই গৃহবধূ সম্পর্কে মামা শ্বশুর দীপঙ্কর বর্মনের সঙ্গে বিবাহবর্হিভূত সম্কর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। মাঝে মধ্যে গৃহবধূর বাবার বাড়ি এসে দেখা করত মামা শ্বশুর বিশ্বজিৎ।

বৃহস্পতিবার ফোনে তাদের মধ্যে বিবাদ হয়। তারপর মানসিক আবসাদের জেরে বাবার বাড়িতেই মজুত রাখা কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে।

পরিবারের লোকেরা গুরুতর আবস্থায় উদ্ধার করে স্থানীয় মুদিপুকুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা মালদা মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় শুক্রবার ভোরে মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here