নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
কিস্তির টাকা মেটাতে না পারায় বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক লরি ব্যবসায়ী । বুধবার সকালে ওই ব্যবসায়ীর মৃতদেহ তার ঘর থেকে উদ্ধার করে পরিবারের লোকেরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহদিপুর গ্রাম পঞ্চায়েত কাঞ্চনটার এলাকায়। এই ঘটনায় ওই লরি ব্যবসায়ীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত লরি ব্যবসায়ীর নাম যুক্তা ঘোষ (৪৯)। দশ মাস আগে একটি নতুন ১২ চাকার লরি কিনেছিলেন ওই ব্যবসায়ী। কিস্তির মাধ্যমে সেই লরির টাকা পরিশোধ করছিলেন তিনি। কিন্তু লরির ব্যবসা মন্দা হওয়ার কারণে গত তিন মাস ধরে কিস্তির বিপুল পরিমাণ টাকা বকেয়া হয়ে যায়। এরপর ওই কোম্পানির থেকে লরিটি নিয়ে নেওয়া হয়। পরে লরিটি ছাড়ানোর জন্য ৮০ হাজার টাকা পরিশোধ করেন ওই ব্যবসায়ী। কিন্তু তারপরেও লরিটি ওই কোম্পানী থেকে ফেরত দেওয়া হয় নি বলে অভিযোগ। এতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই ব্যবসায়ী যুক্তা ঘোষ। এরপরই কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই ব্যবসায়ী।
আরও পড়ুনঃবর্ষবরণের রাতে পথ দূর্ঘটনায় মৃত্যু তিন বাইক আরোহীর
মৃতের ছেলে বিকাশ ঘোষ জানিয়েছেন, লরি কেনার পর ব্যবসা মন্দা চলছিল। তবে কোম্পানি থেকে লরিটি নিয়ে নেওয়া হয়েছিল। তারপরে কিস্তির ৮০ হাজার টাকা কোনরকমে দেওয়া হয়। কিন্তু লরিটি ছাড়া হয় নি। এনিয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বাবা। আর তারপরেই বুধবার সকালে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584