নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাবা-মায়ের সেপারেশন এক সন্তানের মনে কতখানি প্রভাব ফেলে তার আভাস দিতেই চলতি সপ্তাহের লকডাউন ডায়েরিজ-এ আসছে ‘স্যুটকেস’।
মায়ের চরিত্রে দেবলীনা দত্ত, বাবার চরিত্রে কৌশিক সেন আর তাঁদের মেয়ের চরিত্রে হিয়া দে। এ ছাড়াও তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায়, অলোকানন্দা রায় এবং চান্দ্রেয়ী ঘোষ।
স্বামী-স্ত্রী দুজনেই নিজেদের স্যুটকেস গুছিয়ে নিয়েছে। কেউ কারো সঙ্গে থাকবে না। আর মেয়েটি? সে কার সঙ্গে থাকবে? সে তো দুজনের সঙ্গেই থাকতে চায়। এবার সে একটা প্ল্যান বানায় দুজনের সঙ্গে থাকার। কী প্ল্যান? সেটা জানা যাবে ছবিটি দেখলে।
আরও পড়ুনঃ লকডাউনে গানের সুরে দুই বাংলাকে বাঁধলেন জয় সরকার-সুস্মিতা আনিস
‘স্যুটকেস’-এর পরিচালক সুদীপা চ্যাটার্জি। প্রযোজনায় অগ্নিদেব চ্যাটার্জি। ১৯ জুলাই জি বাংলায় ‘স্যুটকেস’ দেখুন বিকেল ৪ টে থেকে ৬ টা এবং রাত সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে ১২ টা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584