দলীয় কর্মী খুনের প্রতিবাদে তৃণমূলকে তুলোধোনা সুজনের

0
120

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

দলীয় কর্মী খুনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীকে চড়া সুরে আক্রমণ করে সুজন বলেন ‘মুখ্যমন্ত্রী একজন ৫২ বছরের ব্যক্তিকে নিরাপত্তা দিতে পারেন না। এই মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী।’

CPIM | newsfront.co
নিজস্ব চিত্র

খেজুরির বারাতলা গ্রামে সিপিএমের সক্রিয় কর্মী দেবকুমার ভূঞাকে গত ৪ জুলাই খুন করা হয়। এর প্রতিবাদে খেজুরি থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করে সিপিএম। সেইসঙ্গে খেজুরি থানায় স্মারকলিপিও জমা দেওয়া হয়। দেবকুমারের ‘খুনি’দের শাস্তির দাবিতে থানায় স্মারকলিপিও দেন সিপিএম নেতৃত্ব। এ দিনের কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সিপিএম পরীষদয়ী দলনেতা সুজন চক্রবর্তী যোগ দেন।

CPIM rally | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত, গত রবিবার খেজুরির বারাতলা গ্রামে দেবকুমার ভূঞা নামে এক সক্রিয় সিপিএম কর্মীর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, বাড়ি থেকেই দেবকুমারের দেহ মিলেছে। তবে সিপিএম নেতৃত্বের দাবি, তাঁকে খুন করে কিছুটা দূরে বামনচকে ফেলে পালায় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা। একসময় খেজুরি ছিল সিপিএমের আঁতুড়ঘর।

আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে সক্রিয় রাজনীতিতে কি এবার ছত্রধর! উঠছে জল্পনা

কিন্তু গত লোকসভা ভোটে খেজুরিতে সিপিএম দাগ কাটতে পারেনি। সিপিএমের বড়ো অংশের ভোটব্যাঙ্ক গেরুয়া শিবিরে চলে গেছে। তারপর থেকেই হারানো জমি ফিরে পেতে লড়েছে তারা। লকডাউন এবং আমপান পরবর্তী পরিস্থিতিতে বিধ্বস্ত খেজুরির বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দিয়েছেন সিপিএমের স্থানীয় নেতারা।

আরও পড়ুনঃ মালদহে ফের করোনা আক্রান্ত ৭ জন

এবার দলীয় কর্মীকে খুন করার অভিযোগে আন্দোলনে নেমেছে দল। তবে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হিমাংশু দাস ও জেলা নেতা মামুদ হোসেন জানিয়েছেন, বাম ও কংগ্রেস যৌথভাবে দেবকুমারের খুনিদের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে। এখন থেকেই গোটা জেলায় লড়াই চলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here