নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গত ৯ জুলাই ৬ নং ফরিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাইনুল ইসলামকে জলঙ্গি বিডিও অফিসে থেকে নির্দেশ দেওয়া হয় তার প্রধানের দায়িত্ব উপপ্রধান সুজেরা বিবিকে হস্তান্তর করতে। কিন্তু সেই দায়িত্ত্ব উপপ্রধানকে বুঝিয়ে না দেওয়ার কারণে আবারও তিন দিনের সময় দেওয়া হয় মাইনুল ইসলামকে। তাতেও কিছু সুরাহা নাহলে আজ সংবিধান অনুযায়ী সরাসরি উপপ্রধান সুজেরা বিবিকে প্রধানের দায়িত্ব দেওয়া হল।
এদিন প্রধানের বিরোধী মেম্বারদের উপস্থিতিতে পঞ্চায়েত সেক্রেটারি প্রধানের দায়িত্ব বুঝিয়ে দেন উপপ্রধান সুজেলা বিবিকে। প্রধানের দায়িত্ব পেয়ে খুশি সুজেরা বিবি। তিনি জানান, যা দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করবেন এবং জনসাধারণের জন্য কাজ করবেন তিনি।
তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত মেম্বার জোসেফ আলী জানান যে, আমাদের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনস্থা আনার পরে সমস্ত কাজ বন্ধ হয়ে ছিল। আজ থেকে আবারও পঞ্চায়েত অফিসের সমস্ত কাজ শুরু হলো।
আরও পড়ুনঃ নন্দীগ্রাম মামলায় শুভেন্দু সহ নির্বাচনী আধিকারিকদের নোটিশ হাইকোর্টের, সংরক্ষণ করতে হবে নথিও
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584