ট্রান্সদের নানা শেডের চরিত্রে দেখতে চান ঋতুপর্ণা

0
455

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অভিনেতা চন্দন রায় সান্যালের সঙ্গে জুটি বেঁধে এবার মিষ্টি প্রেমের গল্পে ঋতুপর্ণা সেনগুপ্ত। সানি রায় পরিচালিত এই ছবির নাম ‘সল্ট’। ‘মায়াকুমারী’র পর ঋতুপর্ণার এটি কামব্যাক ফিল্ম। ‘সল্ট’-এ ঋতুপর্ণার চরিত্রের নাম মায়া।

Salt movie | newsfront.co

‘সল্ট’-এ ঋতুপর্ণার বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুজি ভৌমিককে। সুজি ভৌমিক আদতে ট্রান্স অভিনেত্রী হলেও এই ছবিতে তাঁকে ট্রান্স হিসেবে দেখানো হয়নি। এবং তা ঘটেছে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তর দৌলতে। ছবিতে সুজিকে ট্রান্স না দেখানোর ভাবনা তাঁরই।

Rituparna with Suji | newsfront.co
ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে সুজি

অভিনেত্রীর কথায়- “বোন তো বোনই হয় তা সে ট্রান্স হোক বা কোনও মানবী। আর ট্রান্সরা শুধু ট্রান্স-এর চরিত্রেই অভিনয় করবেন কেন? অন্য যে কোনও চরিত্রে তাঁরা অভিনয় করতে পারেন। মেয়েদেরকে যেমন কারো কাছে বলতে হয়না ” আমি মেয়ে”, ছেলেদের বলতে হয় না “আমি ছেলে”, তেমনি ট্রান্সদের কেন বলতে হবে ” আমি ট্রান্স”? তাঁর পরিচয় তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা দেহ ব্যবসায়ীও হতে পারে। সেটাই তাঁর পরিচয়। মেয়েদের পরিচয় কি শুধুই মেয়ে? কিংবা ছেলেদের শুধুই ছেলে? তা হলে ট্রান্সের পরিচয় কেবল ট্রান্স কেন?”

SALT | newsfront.co

আরও পড়ুনঃ আসছে ‘বরণ’, টেলিপর্দায় অভিষেক দুই নবীনের

ছবিতে কিছুক্ষণের জন্য হলেও ঋতু দি’র সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে আপ্লুত সুজি। এই ছবির প্রেক্ষাপট, কাহিনি, চরিত্র সবই কলকাতার৷ কিন্তু ছবির ভাষা হিন্দি। ঋতুপর্ণা ও চন্দন রায় সান্যাল ছাড়াও আছেন সুদীপ মুখার্জি, ঈশান মজুমদার, শুভম, ছোট্ট একটি দৃশ্যে সুজি ভৌমিক।

আরও পড়ুনঃ ‘রানী রাসমণি’তে অন্নদার চরিত্রে প্রমিতা

ছবির কাহিনিতে আছে ছটি পর্যায়। ছবি শুরু হচ্ছে নায়ক নায়িকার শেষ দেখা হওয়ার জায়গা থেকে। আর শেষ হচ্ছে প্রথম দেখার জায়গায়। লিনিয়ার স্টাইলে পিছনের দিকে যায় গল্প। ডায়লগ লিখছেন অভিনেতা কার্তিকে ত্রিপাঠী। সঙ্গীত পরিচালনায় রণজয় ভট্টাচার্য। সিনেমাটোগ্রাফিতে অয়ন শীল। ‘বিগ ব্যাং’-এর ব্যানারে ‘পি অ্যান্ড পি এন্টারটেনমেন্ট’-এর প্রযোজনায়, ‘সোনম মুভিজ’-এর সহ প্রযোজনায় আসবে এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here