নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার নতুন বিতর্ক। ঘটনায় নাম জড়ালো রাজ্যপালের। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের দেহরক্ষীর সঙ্গে ধনখড়ের ছবি প্রকাশ করে রাজ্যপালকে বরখাস্তের দাবি তুলল তৃণমূল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় দেবাঞ্জনের দেহরক্ষীর দুটি ছবি প্রকাশ করলেন।
একটিতে ওই দেহরক্ষীকে দেখা যাচ্ছে দেবাঞ্জনের সঙ্গে, অন্যটিতে রাজ্যপাল ও তাঁর পরিবারের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ওই দেহরক্ষীকে। সাংবাদিক বৈঠকে ছবি দুটি প্রকাশ করে সুখেন্দুশেখর বলেন, দেবাঞ্জনের দেহরক্ষী অরবিন্দ বৈদ্যের সঙ্গে বহু দিন যাবৎ যোগাযোগ ছিল রাজ্যপাল জগদীপ ধনখড়ের। সুখেন্দুশেখর রায় বলেন, “শোনা যাচ্ছে, এই দেহরক্ষীর অরবিন্দ বৈদ্য মারফতই নাকি বিশেষ বিশেষ ব্যক্তিদের বাড়িতে খাম, উপহার পৌঁছে যেত।”
আরও পড়ুনঃ লকডাউন ‘খামখেয়ালি’, লোকাল ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি স্বপন দাশগুপ্তের
বুধবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপি-র লোকজনের সঙ্গেও প্রতারকদের ছবি আছে হয়তো। খুঁজলেই পাওয়া যাবে। আগামী দিনে নিশ্চয়ই বেরোবে। তার পরেই এদিন প্রকাশ্যে এলো খোদ রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি।
আরও পড়ুনঃ SIT গঠনের আবেদনঃ নির্বাচন-পরবর্তী অশান্তি নিয়ে নোটিশ জারি সুপ্রিম কোর্টের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584