নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
হাওড়া উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক হায়দার আজিজ সফির মৃত্যু পরেই শূন্য হয়ে যায় বিধানসভার ডেপুটি স্পিকারের চেয়ার।মঙ্গলবারই জানা যায় রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের চেয়ারে বসতে চলেছেন ঝাড়গ্রামের বিধায়ক ডাঃ সুকুমার হাঁসদা।সেইমত তোড়জোড় শুরু হয়ে যায় তৃণমূলের অন্দরে।এমনকি বিধানসভার ভিতরেও ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে।জানা গিয়েছে,আগামী ২৭ এবং ২৮ ডিসেম্বর বিধানসভার অধিবেশন বসতে চলেছে।যেহেতু ডেপুটি স্পিকারের পদ ভোটাভুটির মধ্যে দিয়ে নির্বাচন করা হয় তাই ডাঃ সুকুমার হাঁসদাকে ওই পদে মনোনয়ন জমা করতে হবে।সূত্রের খবর,ইতিমধ্যেই নবান্নের তরফে ঝাড়গ্রামের বিধায়কের সাথে যোগাযোগও করা হয়েছে।তাঁর যাবতীয় বায়োডাটা চেয়ে পাঠানো হয়েছে।শুধু তাই নয় ডাঃ সুকুমার হাঁসদাকে ডেকে পাঠানো হয়েছে কলকাতায়।ঝাড়গ্রাম এ থেকে আজই কলকাতায় আসতে পারেন তিনি।আজ বা কালকের মধ্যেই মনোনয়ন জমা দেবেন ডেপুটি স্পিকারের পদপ্রার্থী ডাঃসুকুমার হাঁসদা।
আরও পড়ুন: বেলাগাম গতির যাত্রীবাহী বাস পড়ল নয়ানজুলিতে,আহত চল্লিশ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584