দারিদ্র‍্যতাকে উপেক্ষা করে সোনা জেতার লক্ষ্যে জিয়াসমিন

0
43

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

দারিদ্র‍্যতাকে সাথে নিয়ে একের পর এক ট্রফি, মেডেল, সার্টিফিকেট জয় করে চলেছে জিয়াসমিন সুলতানা। এখন তার টার্গেট রাজ্য ও দেশ জয়। দেশের হয়ে অলিম্পিকেও সোনা জেতার স্বপ্ন দেখে জিয়াসমিন। আধপেটা খেয়ে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ইটাহার গার্লস হাইস্কুলের ছাত্রী জিয়াসমিন সুলতানা।

Giasmin Sultan | newsfront.co
ট্রফি, মেডেল ও শংসাপত্র নিয়ে দাঁড়িয়ে জিয়াসমিন সুলতানা। নিজস্ব চিত্র

সংসারে চরম আর্থিক অনটন। যেখানে রোজ দুইবেলা খাবার জোগার করাই কষ্টসাধ্য, সেখানে পুষ্টিকর খাবারের ভাবনা তো বিলাসিতা ! কিন্তু এই সঙ্কটের মধ্যেও তার ঝুলিতে প্রায় কুড়িটি ট্রফি, ৩৬টি মেডেল, ৩৮ টি শংসাপত্র।

আরও পড়ুনঃ কোচবিহারে শুরু ইন্টার কলেজ ফুটবল প্রতিযোগিতা

এ বিষয়ে জিয়াসমিনের মা পিঙ্কি বিবি বলেন, “মেয়েটা দৌড় প্রতিযোগিতায় অনেক দূর যেতে চায়। কিন্তু অভাবের সংসারে পুষ্টিকর খাবার তো দূরের কথা, দুইবেলা খাবারের জোগান দেওয়াও কষ্টকর। জানি না মেয়ের ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হবে কিনা।”

বাবা সুলতান মহম্মদ ভিনরাজ্যে রাজমিস্ত্রির জোগারের কাজ করেন। তাঁর একার আয়ের উপরেই ভরসা করে ইটাহারের উত্তরপাড়ায় কোনও মতে সংসার চালাচ্ছেন পিঙ্কি বিবি। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁর অনটনের সংসার।

এদিকে সামনেই স্টেট মিট রয়েছে জিয়াসমিনের। চলছে তারই জোড় প্রস্তুতি ৷ রোজ নিয়ম করে ১৫ থেকে ২০ কিলোমিটার দৌড়ায় সে৷ জিয়াসমিনের কথায় স্টেট মিটে ভালো কিছু না করতে পারলে ন্যাশনাল মিটে অংশ নেওয়া হবে না।

বিগত প্রায় এক বছর থেকে রায়গঞ্জের প্রশিক্ষক সজলকুমার দাসের কাছে প্রশিক্ষণ নিচ্ছে জিয়াসমিন। সজলবাবুর জানান, মেয়েটির মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জিয়াসমিনের পাশাপাশি আমিও স্বপ্ন দেখছি৷

তবে পর্যাপ্ত পুষ্টি না পেলে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া কঠিন। সরকারি কোনও সাহায্য পেলে জিয়াসমিন নিজের যোগ্যতায় সাফল্য অর্জন করতে পারবে বলে মনে করি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here