শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে রাজ্যে ৮০ হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছে। শনিবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে এই রিপোর্ট তুলে দেবেন মুখ্যসচিব রাজীব সিনহা। আগামিকাল দুপুরে নবান্নে আসবেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। তখনই এই রিপোর্ট প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়া হবে।
বিভিন্ন দফতর থেকে মুখ্যসচিবকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তার ভিত্তিতেই এই ৮০ হাজার কোটি টাকার ক্ষতির হিসেব পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালে অতিরিক্ত মৃত্যুহার খতিয়ে দেখতে যাবে সরকারি অডিট টিম
রিপোর্টে উল্লেখ, সব থেকে বড় ক্ষতি হয়েছে বাড়িঘরে। ২১ লাখ বাড়ি ভেঙে গিয়েছে। ১৫০০ মৌজায় বাড়ি ভেঙেছে। এই ১৫০০ মৌজায় সব বাসিন্দাকে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও কৃষিতেই প্রায় ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। বিদ্যুতের নতুন করে টাওয়ার বসানো ও অন্য কাজ করতে ৩০০০ কোটি টাকা খরচ হবে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে এই খতিয়ানই তুলে দেবেন মুখ্যসচিব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584