‘করুণাময়ী রানী রাসমণি-উত্তরপর্ব’তে মথুরের ছেলের চরিত্রে সুমন দে

0
462

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রানি মায়ের প্রয়াণের পর শুরু হয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি- উত্তর পর্ব’। সারদা মণির চরিত্রে এসেছেন সন্দীপ্তা সেন। ভৈরবী মায়ের চরিত্রে অদিতি চ্যাটার্জি। সময় অনেকটা এগিয়ে গেছে। মথুর এবং জগদম্বার ছেলে দ্বারকা অর্থাৎ দ্বারকানাথ বিশ্বাস আজ প্রাপ্তবয়স্ক। তাঁকে ঘিরেও এবার গল্প এগোনোর পালা।

Suman Dey
দ্বারকানাথের চরিত্রে অভিনেতা সুমন দে

দ্বারকানাথের চরিত্রে দেখা যাবে অভিনেতা সুমন দে’কে। ‘হারানো সুর’-এর পর সুমনের টেলিব্যাক এই চরিত্রের সুবাদে।

সুমন এর আগে ‘বধূবরণ’, ‘এ আমার গুরুদক্ষিণা’, ‘নকশিকাঁথা’, ‘হারানো সুর’-এ দুরন্ত অভিনয় করে মানুষের হৃদয়হরণ করেছেন। মজার কথা হল ‘বধূবরণ’-এ সুমন ছিলেন গৌরবের ভাইয়ের চরিত্রে। আর গৌরবের ছেলের চরিত্রে তিনি। বলে দেওয়া ভাল, মথুরের চরিত্রে গৌরব চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ সুশান্ত দাস পরিচালিত হিন্দি ধারাবাহিকে ক্রুশল আহুজা

সুমন জানান- “এই প্রথম ঐতিহাসিক কোনও চরিত্রে আমি। খুব ভাল লাগছে। লুকটাও এনজয় করছি। খুব চ্যালেঞ্জিং চরিত্র৷ চেষ্টা করব নিজের সবটুকু দিয়ে সকলের মন জয় করার। গৌরব দা আগে আমার দাদা হয়েছিল এবার বাবা। বেশ মজার ব্যাপারটা৷ ভাল লাগছে কাজ করতে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here