পিয়ালী দাস, বীরভূমঃ
ভারতের পূর্বতম ক্রিকেট টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনি প্রমাণ করে দিয়েছেন ছোট শহর থেকেও ভারতীয় দলে জায়গা পাওয়া যায়। আর সেই লক্ষ্যেই রামপুরহাট থেকে এক তরুণ যুবক ক্রিকেটে নিজের স্বপ্নপূরণের আশায় এগিয়ে চলেছে। টি টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলবে রামপুরহাটের সুমন্ত ওরফে বিট্টু গুপ্তা। তার এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা রামপুরহাট।
রামপুরহাটের কামারপট্টি মোড়ে তার বাড়িতে গুণমুগ্ধ শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়ে গেছেন এই কৃতী ভূমিপুত্রকে। বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি।
জানা গেছে, ২৪ নভেম্বর মোট ৬টি ক্লাব খেলবে প্রিমিয়ার লিগে, সুমন্ত খেলবে কার্স্টন ক্লাবের হয়ে। মাত্র ৫ বছর বয়সে বাবা ব্যাঙ্ক আধিকারিক অনিল গুপ্তার হাত ধরে ক্রিকেটীয় পথ চলা। তারপর ২০০০ সালে আণ্ডার ১৪ বাংলা দলে খেলা শুরু। তারপর ক্রমান্বয়ে ২০০৮-৯ সালে আণ্ডার ১৭, ২০০৯-১০ সালে আণ্ডার ১৯ এবং ২০১৭-১৮ সালে জাতীয় ক্রীড়ায় সিনিয়র বাংলা টিমে যোগদান। এই সময় বিজয় হাজারে ট্রফিতে ৫০ ওভারের ওয়ান ডে ম্যাচ খেলেন।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় ফুরফুরে টিম কোহলি
পাশাপাশি, সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি খেলেন। মাঝে ইস্টবেঙ্গলে ৪ বছর খেলেন। ও মোহন বাগান ক্লাবের হয়ে ১ বছর খেলেন। পাশাপাশি, কালিঘাট ও বরিষা স্পোর্টিং ক্লাবের হয়ে ২ বছর খেলেন তিনি। রামপুরহাট ভাঁড়শালা মোড়ে দীঘির পাড়ে তার কোচিং স্কুল ড্রিম স্কুল একাডেমী।
সেখানেই নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির পাশাপাশি এখনও প্রতিদিন সকাল ও বিকালে অভ্যাস করেন। তার এই সাফল্যে বাবা অনিল গুপ্তা ও মা শোভা গুপ্তার পাশাপাশি বাংলার স্বনামধন্য খেলোয়াড় মনোজ তেওয়ারি ও বর্তমান অনুর্ধ্ব উনিশের কোচ প্রণব নন্দী এবং সি এ বির ডাইরেক্টর জয়দীপ মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য, বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584