ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষনায় দাবি কমছে সূর্যের সক্রিয়তা

0
77

নিউজফ্রণ্ট, ওয়েবডেস্কঃ

অনান্য নক্ষত্রগুলির তুলনায় খানিকটা দুর্বল হয়ে পড়ছে সূর্য। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সূর্যের সাথে অনান্য নক্ষত্রগুলির তুলনা করে এমনই দাবি করেছেন। নাসার কেপলার স্পেস টেলিস্কোপের তথ্য ব্যবহার করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানা যায়।

Sun effect | newsfront.co
প্রতীকী চিত্র

বিজ্ঞানীদের দাবি, অন্য সমমানের নক্ষত্রদের চেয়ে কিছুটা কমে গিয়েছে সূর্যের আলো। ৯ হাজার বছর ধরে একটা শান্ত সময়ের মধ্যে দিয়ে চলছে সূর্য। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে, সূর্যের মতো আড়াই হাজারেরও বেশি নক্ষত্র নিয়ে গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষক ডঃ আলেকজান্ডার শাপিরো জানান যে, ” আমরা বেশ অবাক হচ্ছি সূর্যের মতো দেখতে অন্য নক্ষত্রগুলি সূর্যের থেকে বেশি সক্রিয়।“

৯ হাজার বছর আগে সূর্য কতটা সক্রিয় ছিল তা খুঁজে বের করার কোনও উপায় নেই তাই বিজ্ঞানীরা সূর্যের মতো অন্য নক্ষত্রদের তুলনা করে দেখছেন। কিন্তু সূর্য কেন কম সক্রিয় রয়েছে তার কারন এখনও স্পষ্ট নয়। বিজ্ঞানীদের মতানুযায়ী হতেই পারে সূর্য তার মতো দেখতে অন্য নক্ষত্রদের থেকে আলাদা। আর তাই সে এমন আচরণ করছে। তবে এ বিষয়ে এখনও কিছুই নিশ্চিত নয়।

অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলস ইউনিভার্সিটি এবং দক্ষিণ কোরিয়ার স্কুল অফ স্পেস রিসার্চের সঙ্গে ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বাকি নক্ষত্রদের তুলনায় সূর্য স্বাভাবিক কাজ করছে কিনা তা অনুসন্ধান করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here