সীমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

সুন্দরবন ফুটবল কার্নিভাল । প্রতিভাবন খেলোয়াড়দের প্রতিভা বাড়ানোর পাশাপাশি ফুটবল প্রেমিদের উদ্দীপনা বাড়াতে চারদিন ব্যাপি ফুটবল কার্নিভালের আয়জন করল কাকদ্বীপ ফুটবল অ্যাকাডেমি । সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা উদ্বোধন করেন কার্নিভালের । দীর্ঘদিনের এলাকাবাসিদের দাবিছিল ফুটবল প্রশিক্ষন কেন্দ্রের ।

আরও পড়ুন: বাঁকুড়ায় উদযাপিত প্রজাতন্ত্র দিবস
কাকদ্বীপ স্পোর্স কমপ্লেক্সে ময়দানে হবে প্রশিক্ষন শিবির । চারদিন ব্যাপি চলবে ১৬ টিমের নকআউট ফুটবল টুর্নামেন্ট । আজ শোভাযাত্রার মধ্য দিয়ে সেই কার্নিভালের উদ্বোধন করেন। ১৬ টি দলের বিভিন্ন প্রদর্শনী জাতীয় সড়ক বরাবর আজ হাঁটে । পুরুলিয়ার ছৌনাচ থেকে শুরু করে বৃন্দা বনের রাধা কৃষ্ণের লিলা সংকৃর্তন তুলে ধরা হয়। এছাড়াও ছিল তথ্য সংস্কৃতি দফতরের খোলকর্তাল সংর্কিতন, সঙ্গে ঢাকি।ছিল কচিকাঁচাদের ফুটবল নিয়ে অভিনব র্যালি। কাকদ্বীপ বাসন্তিময়দান থেকে শুরু করে কাকদ্বীপ বামুনের মোড় হয়ে শেষ হয় কাকদ্বীপ বিধান ময়দানে শেষ হয় শোভাযাত্রাটি। শনিবার শুরু হবে ফুটবল টুর্নামেন্ট ।

WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584