জেলা পুলিশের উদ্যোগে সুন্দরবন ফুটবল কাপ এর আয়োজন

0
174

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
প্রতিভাবানদের প্রতিভা বিকশিত করতে সুন্দরবন ফুটবল খেলার আয়োজন করল সুন্দরবন জেলা পুলিশ।১৩ টি থানার ৭৭৬ টি দল অংশ নেন সুন্দরবন ফুটবল কাপে।

football cup 2
খেলা চলছে। নিজস্ব চিত্র

বুধাখালি গ্রাম পঞ্চায়েতের নিউবকখালির মাঠে ফাইনাল ম্যাচের সুচনা করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা।সুন্দরবন জেলা পুলিশ এসপি তথাগত বসু।উপস্থিত ছিলেন এডিশানাল এসপি ,ডিএসপি সহ ১৩ টি থানার পুলিশ। ছিলেন নামখানা ব্লকের সহসভাপতি ধীরেন্দ্র নাথ পাত্র।ছিলেন বুধাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান গ্রাম সভার সদস্যরা।দুবছর ধরে চলছে দক্ষিন সুন্দরবনের সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে সুন্দরবন কাপ।জেলাস্তরে বিজয়িদের নিয়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের আশ্বাস দেন সুন্দরবন পুলিশ জেলার এসপি তথাগত বসু।

football cup 3
তথাগত বসু,অতিরিক্ত পুলিশ সুপার সুন্দরবন জেলা পুলিশ। নিজস্ব চিত্র

পুরুষ ও মহিলাদের দু-দলে বিভক্ত করে আয়োজন হয় সুন্দরবন ফুটবল কাপ। দক্ষিন সুন্দরবনের পিছিয়ে পরা বুধাখালি গ্রাম । কর্মসংস্থান গ্রামে নেই বললেই চলে।নদী বাঁধ ভাঙনের দুস্বপ্ন আজও আতঙ্কিত করে এলাকাবাসিকে।নিউ বকখালিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার।

football cup 4
মন্টুরাম পাখিরা,সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। নিজস্ব চিত্র

খেলার পরিকাঠামোগত মাঠ না থাকায় সমস্যা পরে ফুটবল খেলোয়াড়দের, তাদের কথা মাথায় রেখে পর্যটন কেন্দ্র গড়া সঙ্গে মাঠ সংস্করন করার আশ্বাস মন্ত্রী মন্টুরাম পাখিরার।পর্যটন কেন্দ্র গড়লে হবে গ্রামে কর্ম সংস্থান এই কোথায় খুশি এলাকাবাসি।একদিকে সুন্দরবন জেলা পুলিশের ততপরতায় প্রতিভাবান খুজে বেড় করা,অন্য দিকে পর্যটন কেন্দ্র গড়ে তুলে কর্ম সংস্থান গড়ায় খুশি এলাকাবাসি।

আরও পড়ুনঃ বিদ্যুৎ অফিসের সামনে সিআইটিইউ-র প্রতীকী অনশন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here