সরকারি নিয়ম মেনে সুষ্ঠভাবে সুন্দরবনে চলছে লকডাউন, দাবি উন্নয়ন মন্ত্রীর

0
37

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

লকডাউন ঘিরে সুন্দরবন জেলা পুলিশের ভুমিকা চোখে পড়ার মতন । নাকা চেকিং থেকে গ্রাম্য এলাকায় চিরুনি তল্লাশির কাজে হাত লাগিয়েছে সুন্দরবন পুলিশ । যদিও সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরার অক্লান্ত পরিশ্রমে ইতিমধ্যেই যথেষ্ট স্বস্তিতে রয়েছে সুন্দরবনবাসি ।

Road | newsfront.co
শুনশান রাস্তা। নিজস্ব চিত্র

জানা যায় কাকদ্বীপ ,নামখানা,পাথর প্রতিমা,রায়দিঘি থেকে ক্যানিং, বাসন্তি ,হিংগলগঞ্জ সহ বিভিন্ন এলাকায় লকডাউনকে সাধারন মানুষ মানছেন বলে দাবি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার। তবে দ্বীপাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম এই ফেরিঘাটগুলিকে আপাতত বন্ধ রয়েছে। এমনকি বন্ধ রয়েছে সাগরদ্বীপের কপিলমুনির মন্দিরও ।

road | newsfront.co
নিজস্ব চিত্র

তাই বলা যেতেই পারে দিনেতেও সূঁচের শব্দ পাওয়ার মত শুনশান পরিস্থিতি সুন্দরবনের সর্বত্র । পাশাপাশি সুন্দরবনের নামখানার ব্রিজ থেকে শুরু করে নারায়নপুর ফেরিঘাট পর্যন্ত রাস্তায়ও জনমানবহীন। এমনকি সুন্দরবনের বিভিন্ন হাট বাজারের ছবিটাও একেবারে অন্যরকম।

road repair | newsfront.co
নিজস্ব চিত্র

সেখানেও সরকারের নির্দেশ অনুযায়ী রীতিমতো সামাজিক দূরত্ব মেনে বাজার করছে ক্রেতা ও বিক্রেতারা। যদিও কুল্পি থানার হটুগঞ্জ মোড় , কাকদ্বীপ থানার কাকদ্বীপ চৌরাস্তা ,হারুউড পয়েন্ট কোষ্টাল থানার অক্ষয়নগর মোড় , নামখানা থানার ব্রিজে চলছে দিন রাত নাকা চেকিং।

আরও পড়ুনঃ এবার ইসলামপুরের রাস্তায় ছবি এঁকে সচেতন বার্তা পুলিশের

Manturam Pakhira | newsfront.co
মন্টুরাম পাখিরা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। নিজস্ব চিত্র

তবে বাইরের রাজ্য থেকে আসা শ্রমিকদের কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পাশাপাশি সেই সব পরিযায়ী শ্রমিকদের ঘর বন্দি করে রাখা হয়েছে বলে জানা গেছে। ফলে লকডাউনের এই স্বস্তির চিত্র এখন সুন্দরবন জুরে । বিশেষ করে পুলিশ প্রশাসন সক্রিয় এই ভূমিকা দেখে খুশি এলাকার স্থানীয়রা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here