Sundarban: পর্যটকদের জন্য ১ অক্টোবর থেকে খুলে যাচ্ছে সুন্দরবন

0
170

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন। বৃহস্পতিবার অরণ্য ভবন এমনই নির্দেশিকা জারি করেছে। সুন্দরবন খুলে গেলেও পর্যটকদের মানতে হবে করোনা বিধিনিষেধ। সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, শারীরিক দূরত্ববিধি যাতে বজায় থাকে, সে ভাবেই ট্যুর করতে হবে, এছাড়া জীবাণুনাশ-সহ বাকি সুরক্ষাবিধিও মেনে চলার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়।

Sundarban
ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণের কারণে ২০২০-র মার্চ মাসের শেষেই বন্ধ করে দেওয়া হয় সুন্দরবনের পর্যটন। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে ১৫ জুন পর্যটন খোলা হয়। কিন্তু একমাস কাটতে না কাটতে ফের সংক্রমণের হার বৃদ্ধি পায়, ফলে আবারও বন্ধ হয়ে যায় সুন্দরবনের পর্যটন। এরপরে করোনা টিকাকরণ শুরু হতে এবং পরিস্থিতি আবারও কিছুটা স্বাভাবিক হওয়ার পর ওই বছরেরই ২৩ সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় সুন্দরবনের জঙ্গল।

আরও পড়ুনঃ ভার্চুয়াল মডেল রোজি’র আগমন বিজ্ঞাপন দুনিয়ায়, কে এই রোজি?

কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় চলতি বছরের এপ্রিল মাসে ফের বন্ধ হয়ে যায় সুন্দরবনের পর্যটন। এরপর টানা পাঁচ মাসের বেশি সুন্দরবনের জঙ্গলে প্রবেশের অনুমতি ছিল না পর্যটকদের। দীর্ঘদিন সুন্দরবন বন্ধ থাকায় মুখ থুবড়ে পরেছিল সুন্দরবনের পর্যটন শিল্প। অবশেষে ১ অক্টোবর থেকে ফের পর্যটকদের জন্য খুলতে চলেছে সুন্দরবন পর্যটন। তাই এবার আশা আলো দেখছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ অবশেষে মিলল চারধাম যাত্রার অনুমতি, পুণ্যার্থীদের মানতে হবে কোভিডবিধি

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর বলেন, ‘‘চলতি বছরে পর্যটকরা ১ অক্টোবর থেকে সুন্দরবন ভ্রমণের জন্য বুকিং করতে পারবেন। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী পর্যটকদের করোনা বিধিনিষেধ মেনে চলতে হবে।” সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরা জানান, ‘এতদিন জঙ্গল বন্ধ থাকায় পুজোর বুকিং নিতে পারছিলাম না। বন দফতর পুজোর মরসুমের আগেই জঙ্গল খুলে দেওয়ায় আমরা খুশি। এবার বুকিং নেওয়া শুরু করতে পারবো আমরা। সরকারি নির্দেশ অনুযায়ী আমরা পর্যটকদের জন্য আগে থেকে সমস্ত ব্যবস্থা করে দেব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here