সফল ‘সুন্দরী কমলা’, সাকসেস পার্টিতে আড্ডার মেজাজ

0
129

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘সোমু মিত্র ক্রিয়েশনস’ বাংলায় নিয়ে এল নতুন ধারার এক মিউজিক ভিডিয়ো ‘সুন্দরী কমলা’।কমলাকে কে না চেনে! গানের দৌলতে ‘কমলা সুন্দরী’র ক্রেজ তুঙ্গে। সেই কমলাই এবার পৌলমী ঘোষের কণ্ঠে বন্দি। সঙ্গে অবশ্যই বাউল সম্রাট পূর্ণ দাস বাউলের দোতারা।

actress | newsfront.co

বিখ্যাত গান ‘সুন্দরী কমলা’-কে একটু নতুন ভাবে বলা ভাল, নতুন কায়দায় নিয়ে এল ‘ইডিএমএ’। এবং তা ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে।আর তাই ‘দ্য গেটওয়ে কাফে’-তে একটি সাকসেস পার্টি আয়োজন করে টিম ‘সুন্দরী কমলা’ মিউজিক ভিডিয়ো। সাংবাদিক বৈঠকে একেবারে আড্ডার মেজাজে ছিলেন কলাকুশলীরা। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার।

film actress | newsfront.co

এই বৈঠকে যোগ দিতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন সায়ন্তনী ঘোষ। এ ছাড়াও গোটা টিমকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সায়ন্তনী গুহ ঠাকুরতা, জয় সেনগুপ্ত, পাপিয়া অধিকারী, সঙ্গীত পরিচালক সমিধ, দেব সেন, পরিচালক রনদীপ সরকার, ড. অয়নজিৎ সেন।প্রসঙ্গত, নায়িকা-পরিচালক-গায়িকা-প্রযোজক- সমাজ সেবক সোমু মিত্র বাংলা ও হিন্দি সহ রবি চোপড়া, বি আর চোপড়ার মতো বড় নামের সঙ্গে কাজ করেছেন। ‘চোর’ ও ‘পকেটমার’-এর মতো জনপ্রিয় দুটি ছোট ছবির প্রযোজক ও নির্দেশক তিনি নিজেই।

papia | newsfront.co

‘চোর’ ইতিমধ্যেই বহুল আলোচিত ও পুরস্কারপ্রাপ্ত ছবি। ‘পকেটমার’-ও খুব শিগগিরই আসবে পর্দায়। ‘সোমু মিত্র ক্রিয়েটিভ কানেকশন ট্রাস্ট’ থেকে সামাজিক কর্মকাণ্ড চলতে থাকে কলকাতা, মুম্বই সর্বত্র। শুধু মানুষ নয় পশুদের জন্যও সমান ভাবে কাজ করে এই সংস্থা। এই অতিমারিতেও নানান সামাজিক কাজ করেছে এই সংস্থা।‘সুন্দরী কমলা’-র মিউজিক ভিডিয়োয় রয়েছেন পায়েল রায় ও পৌলমী ঘোষ। পায়েল বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। ছোটপর্দায় ‘চারুলতা’ সহ ‘চুপকথা’, ‘বালুকাবেলা ডট কম’, ‘কালারস অফ লাইফ’ সহ বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

singer | newsfront.co

গায়িকা পৌলমী হিন্দি ও বাংলা মিলিয়ে বহু ছবিতে গান গেয়েছেন। ‘আজ আড়ি কাল ভাব’, ছোট ছবি ‘ব্লু লাইজ়’-এর কণ্ঠশিল্পী ছিলেন পৌলমী। ‘ভয়েস অফ ইন্ডিয়া- সুরো কে দবাং ’-এর মতো জাতীয় স্তরের টেলিভিশন শো-তে নিজের গানে গোটা ভারত মাত করেছেন পৌলমী।এই বছর জি মিউজিক বাংলা থেকে প্রকাশিত হল ‘সুন্দরী কমলা’। ইতিমধ্যেই অনেকগুলি পুরস্কার জিতে নিয়েছে এই ভিডিয়ো।

sundori kamala | newsfront.co

দেরাদুন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, বেঙ্গলি সিনে উৎসব-এর মতো বড় পুরস্কারও রয়েছে ‘সুন্দরী কমলা’-র ঝুলিতে।‘চম্বল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’-এ সেরা গায়িকার সম্মান পেয়েছেন পৌলমী ।

আরও পড়ুনঃ ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২০’-র তালিকায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’

এছাড়া দিল্লির ‘বেঙ্গলি সিনে উৎসব ’, ‘এল আই এফ এফ টি ফিল্মোৎসব’ (‘LIFFT Filmotsav 2020’), লিফট অফ সেশান এউকে (‘Lift-Off sessions UK’) র মতো জাগায় নির্বাচিত হয়েছে ‘সুন্দরী কমলা’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here