স্পোর্টস ডেস্কঃ-
নারায়ণ নারায়ণ! না নারিন নারিন ? যাইহোক, একই ব্যাপার শুধু উচ্চারণের হেরফের। এভাবেই ব্যাখা করা যায় আজকের কেকেআরের জয়কে। ব্যাট হাতে ৭৫, বল হাতে মূল্যবান লোকেশ রাহুলের উইকেট তুলে নেওয়া।তাতেই কেল্লা ফতে। জয় ৩১ রানে।
সুনীল নারিন ব্যাট হাতে ঝড় তুলে যান ৩৬ বলে ৭৫ রান। নারিনের ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছয়। ক্রিস লিন করেন ১৭ বলে ২৭। দু’জনে প্রথম উইকেটে তোলেন ৫৩। পরে রবিন উথাপ্পা করেন ২৪। পরে,দলের রানকে ২০০ পার করার দায়িত্ব তুলে নেন অধিনায়ক দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল।মোটামুটি সবার যৌথ প্রয়াসে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর লক্ষমাত্রা রাখে ২৪৬ রানের।অ্যান্ড্রু টাই ৪১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন।
জবাবে শুরুটা ভালই করে পাঞ্জাব। প্রথম পাঁচ ওভারে ৫০ রান তুলে নেয় কে এল রাহুল ও ক্রিস গেইল জুটি। কিন্তু তার পর ই একেরপর এক উইকেট পড়তেই থাকে। শেষ পর্যন্ত ৩১ রানে জয় পায় কেকেআর। কেকেআরের এই জয়ে পয়েন্ট টেবিল জমে গেল। কেকেআরের প্লে-অফে যাওয়ার সম্ভাবনার আকাশে আশার আলো দেখা দিলো।
সংক্ষিপ্ত স্কোর:-?কলকাতা নাইট রাইডার্স: ২৪৫/৬ (নারিন-৭৫, কার্তিক-৫০) ?কিংস ইলেভেন পাঞ্জাব: ২১৪/৪ (রাহুল-৬৬, অশ্বিন-৪৫)
ছবি-সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584