নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিশ্বনাথ মন্দির-জ্ঞানভাপি মসজিদ নিয়ে ইতিপূর্বেই বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, নিম্ন আদালত কিভাবে সেই মামলায় নির্দেশ দেয়! চ্যালেঞ্জ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের। গত ৮ এপ্রিল বারাণসীর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতি আশুতোষ তিওয়ারি নির্দেশ দেন এএসআইকে ৫ সদস্যের কমিটি গঠন করে জ্ঞানভাপি মসজিদ চত্বর পরিদর্শনের।
সেই নির্দেশ কে চ্যালেঞ্জ করেই এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।প্রায় তিরিশ বছর আগে এক মামলায় অভিযোগ ওঠে, মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাশীর বিশ্বনাথের মন্দির ভেঙে জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করেছিলেন।এটি আসলে হিন্দুদের জমি, অতএব তা তাদের ফেরত দিক মসজিদ কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ‘সঠিক’ অ্যাম্বুল্যান্সে না আনায় ফেরালো গুজরাটের হাসপাতাল, শ্বাসকষ্টে মারা গেলেন বাঙালি অধ্যাপক
এই মামলার ভিত্তিতে এএসআইকে পাঁচ সদস্যের কমিটি তৈরি করে মসজিদ চত্বর পরিদর্শনের নির্দেশ দেয় বারাণসীর ফাস্ট ট্র্যাক কোর্ট।সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী পুনিত কুমার গুপ্তা বলেন বারাণসীর আদালতের ওই নির্দেশ বেআইনি।
বিষয়টি ইতিপূর্বে হাইকোর্টে বিচারাধীন, সেক্ষেত্রে নিম্ন আদালতের এক্তিয়ার নেই এই সংক্রান্ত কোন মামলার নির্দেশ দেওয়ার। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই তাঁর মক্কেল সুন্নি ওয়াকফ বোর্ড হাইকোর্টে পিটিশন দায়ের করেছে বলেই জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584