নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কলকাতার কলেজে ভর্তি হবেন বলিউড অভিনেত্রী? দক্ষিণ কলকাতার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ কলেজে ইংরেজি নিয়ে পড়াশুনা করবেন সানি লিওন! তিনি এই কলেজের ভর্তির ফর্ম ফিল আপ করেছেন! তাঁর অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪। রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬! ইয়ার অব পাস ২০২০!
পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পাস করেছেন তিনি! সেরা চারজনের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪০০! অর্থাৎ, প্রতিটি পরীক্ষাই একশোয় একশো পেয়েছেন তিনি। অবাক হচ্ছেন? কিন্তু এটা সত্যি, কলেজের প্রকাশিত মেধা তালিকা যে সেরকমই বলছে।
বৃহস্পতিবার আশুতোষ কলেজের প্রকাশিত মেধা তালিকায় দেখা যাচ্ছে যে, সানি লিওন প্রথম স্থান অধিকার করেছেন। এখন প্রশ্ন জেনারেল ক্যাটাগরিতে প্রথমে থাকা সানি লিওন কি সত্যিই আশুতোষ কলেজে পড়বেন? প্রশ্ন, রূপোলি পর্দার অভিনেত্রী সানি লিওনকে আমরা চিনি, সেই কি এই মেধাবী?
আরও পড়ুনঃ শুনানির স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, বিপাকে আইনজীবী
কলেজ কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে, তারা অনিচ্ছাকৃত ভুলের সাফাই দেয়। ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। উপাধ্যক্ষের বক্তব্য, ‘এটা ঠিক নয়। ভুল অ্যাপ্লিকেশন।‘ প্রসঙ্গত, শুধু ইংরেজিই নয়, কম্পিউটার সায়েন্স বিভাগেও এমন ত্রুটি দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ ২০১২ সালের এসএসসি মামলায় পরীক্ষার্থীদের আবেদন খারিজ করল হাইকোর্ট, স্বস্তি রাজ্যের
সেখানে সানি লিওন বা অন্য কোনও বলিউড তারকার নাম না থাকলেও মেধা তালিকার অনেকগুলো আসনে বিভ্রান্তিকর তথ্য দেখা যাচ্ছে। সেখানে নামে গণ্ডগোল তো রয়েছেই সঙ্গে নম্বরেও রয়েছে ত্রুটি, ইয়ার অব পাস আউটেও রয়েছে ভুল। এখন স্বাভাবিকভাবেই এই ধরনের বিভ্রান্তির কারণে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। ইতি মধ্যেই ফেসবুকে এই বিষয় নিয়ে বিতর্কের ঝড়ও উঠেছে।
যদিও কর্তৃপক্ষের আশ্বাস, সানি লিওনের নাম তো সরিয়ে দেওয়া হবেই সঙ্গে ভুল সংশোধনও করা হবে। অনিচ্ছাকৃতভাবে হলেও এই মারাত্মক ভুল হয় কী করে? কলেজ কর্তৃপক্ষের চোখ এড়িয়ে এই ভুল মেধা তালিকা প্রকাশিত হয় কী করে!? এহেন নানা প্রশ্ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584