আশুতোষ কলেজে ভর্তির মেধা তালিকার শীর্ষে! সানি জানালেন ক্লাসে দেখা হবে

0
117

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কলকাতার কলেজে ভর্তি হবেন বলিউড অভিনেত্রী? দক্ষিণ কলকাতার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ কলেজে ইংরেজি নিয়ে পড়াশুনা করবেন সানি লিওন! তিনি এই কলেজের ভর্তির ফর্ম ফিল আপ করেছেন! তাঁর অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪। রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬! ইয়ার অফ পাস ২০২০!

Sunny Leone | newsfront.co
সানি লিওন। ফাইল চিত্র

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পাস করেছেন তিনি! সেরা চারজনের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪০০! অর্থাৎ, প্রতিটি পরীক্ষায়ই একশোয় একশো পেয়েছেন তিনি। অবাক হচ্ছেন? কিন্তু এটা সত্যি, আশুতোষ কলেজের প্রকাশিত ভর্তির মেধা তালিকা যে সেরকমই বলছে।

বৃহস্পতিবার আশুতোষ কলেজের প্রকাশিত মেধা তালিকায় দেখা যাচ্ছে যে, সানি লিওন প্রথম স্থান অধিকার করেছেন। এখন প্রশ্ন জেনারেল ক্যাটাগরিতে প্রথমে থাকা সানি লিওন কি সত্যিই আশুতোষ কলেজে পড়বেন? প্রশ্ন, রূপোলি পর্দার অভিনেত্রী সানি লিওনকে আমরা চিনি, সেই কি এই মেধাবী?

Merit list | newsfront.co
মেধা তালিকার শীর্ষে সানি লিওন

কলেজ কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে, তারা অনিচ্ছাকৃত ভুলের সাফাই দেয়। ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। উপাধ্যক্ষের বক্তব্য, ‘এটা ঠিক নয়। ভুল অ্যাপ্লিকেশন।’

আরও পড়ুনঃ আশুতোষ কলেজে ইংরেজির মেধাতালিকার শীর্ষে সানি লিওন!

এদিকে, আশুতোষ কলেজে স্নাতক স্তরের প্রথম বর্ষের জেনারেল ক্যাটেগরির ভর্তির ইংরেজির মেধা তালিকায় শীর্ষে তাঁর নাম রয়েছে একথা জানার পর নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন সানি লিওন। টুইটে অভিনেত্রী লেখেন, “সবার সঙ্গে পরের সেমিস্টারে দেখা হবে !!! আমার ক্লাসে তোমাদের দেখব আশা করি।”

প্রসঙ্গত, শুধু ইংরেজিই নয়, কম্পিউটার সায়েন্স বিভাগেও এমন ত্রুটি দেখা গিয়েছে। সেখানে সানি লিওন বা অন্য কোনও বলিউড তারকার নাম না থাকলেও মেধা তালিকার অনেকগুলো আসনে বিভ্রান্তিকর তথ্য দেখা যাচ্ছে। সেখানে নামে গণ্ডগোল তো রয়েছেই সঙ্গে নম্বরেও রয়েছে ত্রুটি, ইয়ার অব পাস আউটেও রয়েছে ভুল। এখন স্বাভাবিকভাবেই এই ধরনের বিভ্রান্তির কারণে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। ইতি মধ্যেই ফেসবুকে এই বিষয় নিয়ে বিতর্কের ঝড়ও উঠেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here