ফের রাজ্যের দুই কলেজে মেধা তালিকায় সানি লিওনের নাম! তদন্তে নামল পুলিশ

0
92

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংরাজিতে স্নাতক হতে চান সানি লিওন! সেই কলেজের ইংরাজি বিভাগে ভর্তির মেধাতালিকায় চোখ বুলোলে আপনিও বিস্মিত হবেন! কারণ কলেজে ভর্তির সেই মেধা তালিকায় শীর্ষে সানি লিওনের নাম রয়েছে। তিনি এই কলেজের ভর্তির ফর্ম ফিল আপ করেছেন! তাঁর অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪। রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬! ইয়ার অফ পাস ২০২০!পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পাস করেছেন তিনি! সেরা চারজনের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪০০! অর্থাৎ, প্রতিটি পরীক্ষাতেই নাকি একশোয় একশো পেয়েছেন তিনি। এই কথা ভাইরাল হতেই আপনার-আমার মতো অবাক হয়েছে বলিউড অভিনেত্রী নিজেও।

sunny leone | newsfront.co
সানি লিওন। ফাইল চিত্র

আরও পড়ুনঃ ‘ম্যায় হুঁ না’ পোস্টারের পাল্টা রাজ্যপালের টুইট ‘ম্যায় ভি হুঁ না’

তবে শুধু আশুতোষ কলেজ নয়, বজবজের একটি কলেজের মেধা তালিকাতেও নাম রয়েছে সানি লিওনের। এই বিতর্কে জল গড়িয়েছে সানির দোরগোড়া পর্যন্ত। সেই বিতর্কে গা ভাসিয়ে লস অ্যাঞ্জেলস থেকে সানির রসিক টুইট, “সবার সঙ্গে পরের সেমিস্টারে দেখা হবে!!! আমার ক্লাসে তোমাদের দেখব আশা করি।” এভাবে বিষয়টি নেট দুনিয়ার রসিকতার নিশানা হলেও, একজন পড়ুয়া বেশ উদ্বিগ্ন। প্রথমে বিষয়টি ভুয়ো ভাবলেও, পরে সত্যতা যাচাই করে তাঁরা লালবাজারের দ্বারস্থ হয়েছেন। কীভাবে এই বিকৃতি, খতিয়ে দেখতে লালবাজারের সাইবার সেলকে অনুরোধ করেছেন অভিযোগকারীরা।

আরও পড়ুনঃ আশুতোষ কলেজে ভর্তির মেধা তালিকার শীর্ষে! সানি জানালেন ক্লাসে দেখা হবে

এদিকে, বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ্যে আসার পর কলেজ কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে, তারা অনিচ্ছাকৃত ভুলের সাফাই দেয়। ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। উপাধ্যক্ষের বক্তব্য, ‘এটা ঠিক নয়। ভুল অ্যাপ্লিকেশন।’

আবার বর্তমানে ওই পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে এবার কলেজ কর্তৃপক্ষের দাবি, “কেউ রসিকতা করতেই নাম ভাঁড়িয়ে তথ্য বিকৃত করে এই ঘটনা ঘটিয়েছে। এমনকী অনলাইন ভর্তি প্রক্রিয়ার দুর্বল দিকটাও প্রকাশ করেছে এই ঘটনা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here