নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
করোনার পাশাপাশি মহা ঘূর্ণিঝড়ের মুখোমুখি এবারে পশ্চিমবঙ্গ। যদিও ঘূর্ণিঝড় আমপানের মোকাবিলায় তৎপর প্রশাসন। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘায় আমপান জানিয়ে দিয়েছে প্রবল শক্তি নিয়েই সে আসছে।
শুধু সময়ের অপেক্ষা। প্রবলবেগে সুপার সাইক্লোন ঝড় মঙ্গলবার আছড়ে পড়বে দিঘা উপকূল এলাকায়। ইতিমধ্যেই দিঘায় শুরু হয়েছে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া।
সমুদ্রের জলোচ্ছ্বাস ক্রমেই বেড়ে চলেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ কমান্ডো বাহিনী তারা গ্রাউন্ড জিরোতে নেমে কাজ শুরু করে দিয়েছে। দিঘা উপকূল এলাকা থেকে প্রায় ১৬ হাজার গ্রামবাসীকে ত্রান শিবিরে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই জানা গেছে জেলা প্রশাসনের তরফ থেকে।
আরও পড়ুনঃ ১৬ টি তাজা বোমা উদ্ধার বেলডাঙায়
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার দুপুরের পরেই আছড়ে পড়বে আমপান সুপার সাইক্লোন ঝড়। তারপরে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ।যদিও প্রশাসনের তরফ থেকে নেয়া হচ্ছে উপযুক্ত ব্যবস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584