সুদীপ পাল,বর্ধমানঃ
পাক অধিকৃত কাশ্মীরে বায়ুসেনার ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হয়েছে।সেখানকার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।ভারতীয় সেনাবাহিনীর মধ্যে জারি রয়েছে ‘হাই অ্যালার্ট’ সর্তকতা।বর্ধমানের পানাগড়ের সেনা ছাউনিতে চলছে সেনা ও কমান্ডো মহড়া।যে কোনও অবস্থার জন্যই প্রস্তুত রয়েছে সেনার প্রত্যেকটি ‘অপারেশনাল বেস’। তৈরি রয়েছে পানাগড়ও।এখানে রয়েছে ‘সুপার হারকিউলিস’ হাব। এই ‘হাব’-এ অন্তত ৬টি অত্যাধুনিক ১৩০জে সুপার হারকিউলিস রয়েছে। বায়ুসেনার ‘গরুড়’ কমান্ডো থেকে প্যারাট্রুপার প্রত্যেকেই নিজেদের মতন করে প্রস্তুতি নিচ্ছেন।
হারকিউলিস-এর বৈশিষ্ট্য কি?
প্রথমতঃ সেনা বা প্যারাট্রুপারদের সঙ্গে সঙ্গে এই বিশাল বপুর বিমানটি বহন করতে পারে সেনা জিপ বা ট্যাঙ্ক। দ্বিতীয়তঃ আড়াইশো সেনাকে একসাথে নিয়ে যেতে পারে হারকিউলিস।
আরও পড়ুনঃ পাকিস্তানের হুমকিঃ ইন্ডিয়া একটা সার্জিক্যাল স্ট্রাইক করলে আমরা দশটা করব
তৃতীয়তঃ প্রয়োজন হলে মাঝ আকাশেই তেল ভরতে পারে।চতুর্থতঃ টানা বারো ঘণ্টা এই বিমানটি উড়তে পারে।তাই সুখোই ৩০ বা মিরাজ ২০০০-এর মতো যুদ্ধবিমানের সঙ্গে সঙ্গে প্রস্তুত রাখা হচ্ছে হারকিউলিসকেও।পানাগড়ে শুধু হারকিউলিস নয় এল ৭০ বিমানধ্বংসী কামানও মহড়া চালাচ্ছে নিয়মিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584