বার্সেলোনায় মোবাইল মেলা

0
132

নাজমুল আলম,টেক ডেস্কঃ

mobile fair
ছবিঃ প্রতিবেদক

গত ২৫ শে,ফেব্রুয়ারি বার্সেলোনায় শুরু হয়ে গেছে এম ডব্লু সি(mobile world Congress)। এই দিন গুলির জন্যই মোবাইল কম্পানি গুলো বছর ভর অপেক্ষা করে থাকে,সাজিয়ে নেয় তাদের পসরা।
ওয়ার্ল্ড মোবাইলে কংগ্রেস কি? ও কেন?
বইমেলার মতোই এটাকে একটা “মোবাইল মেলা” বললে ভুল হবে না।গোটা মেলা জুড়েই থাকে মোবাইল।বিভিন্ন কম্পানি গুলি তাদের নতুন নতুন হান্ডসেট সহ প্রদর্শনীর উদ্দেশ্যে স্টল সাজায় বিশ্বের বিভিন্ন পান্ত থেকে এসে।নতুন হ্যান্ডসেটের পাশাপাশি সংস্থাগুলির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানা যায়।চলে মত বিনিময়ে ও পরামর্শ গ্রহনের প্রক্রিয়া।আগ্রহী ব্যক্তিরা মোবাইল পরীক্ষা করে তাদের ফিডব্যাক জানায়।

mobile fair 3
ছবিঃ প্রতিবেদক

হুয়েই,সাওমি, এলজি,আসুস,স্যামসাঙ,সনি ও নোকিয়ার মতো সংস্থা গুলি তাদের নতুন একগুচ্ছ মোবাইল নিয়ে বার্সেলোনাতে হাজির হয়েছে ডাব্লু এম সি।
এখন এক নজরে দেখাযাক কে কি এনেছে।
নোকিয়া-
নোকিয়া ৪.২, নোকিয়া ৩.২, নোকিয়া ১প্লাস, নোকিয়া ২১০ ও নোকিয়া ৯ পিওর ভিউ।
স্যামসাঙ-
গ্যালাক্সি ফোল্ড,এম ৩০,ওয়ান প্লাস,
ওয়ানপ্লাস ৫জি এর সঙ্গে স্নাপড্রাগন ৮৫৫ ।

mobile fair 4
ফোল্ড সিরিজ এর ফোন। ছবিঃ প্রতিবেদক

হুয়েই-
হুয়েই এক্স মেট ফোল্ডিং
এইচ টি সি-৫জি হাব।
সনি-
৫ জি এক্সপেরিয়া ।

আরও পড়ুনঃ প্রথম ফোল্ডিং স্মার্ট ফোন আনছে স্যামসাং

তবে এটা বলতেই হয় এবারের ট্রেন্ড ৫জি ফোন এবং ফোল্ডিং ফোনের।এই মোবাইল মেলা চলবে ২৮ শে ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here