নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এরকম ঘটেনি আগে কখনও। কী বলুন তো? রিয়ালিটি শো। আজ্ঞে হ্যাঁ। ঘরে বসে পাক্কা দুটি এপিসোড শুট হল মোবাইলে। কথা হচ্ছে ‘সুপার সিঙ্গার’ নিয়ে। প্রতিযোগীরা প্রত্যেকে ঘরে বসেই গাইলেন গান।

হোস্ট যিশু মঞ্চে যেভাবে গোটা ব্যাপারটা সামলান সেভাবেই সামলালেন এখানেও। জিৎ গাঙ্গুলি, কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি সুরের জাদুকর তথা শো-এর বিচারক বিচারকার্য সামলালেন নিজেদের ঘরে বসেই।

এমন এক ঘরোয়া এপিসোড দর্শক দেখবেন ১১ এবং ১২ এপ্রিল রাত সাড়ে ৮ টায়। করোনার জালে জড়িয়ে ফ্লোরে গিয়ে শুটিং বন্ধ। যেটুকু এপিসোড ব্যাঙ্কিং-এ ছিল তা দিয়ে চলেছে এতদিন। ইচ্ছে থাকলে উপায় হয় তার ফের প্রমাণ পাওয়া গেল।
আরও পড়ুনঃ লকডাউনে ওয়েব সিরিজ দেখুন বিনামূল্যে

দর্শকের একঘেয়েমি ঘোচাতে ঘরে বসেই টানা দেড় ঘণ্টার নতুন এপিসোড শুট করা মুখের কথা নয়।বলাবাহুল্য বিচারক, হোস্ট থেকে শুরু করে সকল প্রতিযোগী সঞ্চারী সেনগুপ্ত, শ্রয়ী পাল, শালিনী মুখার্জি, রাজদীপ মুখার্জি, তুলিকা দাস, দীপমালা হালদার, ময়ূরী সাহা প্রত্যেককে দেখা যাবে ঘরোয়া ইমেজে ঘরোয়া লুকে।

গোটা ব্যাপারটা কী ভাবে সম্ভব হল তা জানতে হলে ১১ এবং ১২ এপ্রিল রাত সাড়ে ৮ টায় চোখ রাখুন স্টার জলসায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584