মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
সোমবার ৬৭ তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নয়া দিল্লির বিজ্ঞানভবনে। সেখানেই সম্মানিত করা হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত তারকাদের। পাশাপাশি এদিন জাতীয় পুরস্কারের মঞ্চে ৫১ তম দাদা সাহেব ফালকে পুরস্কারও ঘোষণা করা হয়। এবছর দক্ষিণী তথা সর্বভারতীয় সুপারস্টার রজনীকান্তের হাতে এই ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার তুলে দেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
এদিন সাদা কুর্তা পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা রজনীকান্ত। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লতা, কন্যা ঐশ্বর্য ও তাঁর স্বামী, রজনীকান্তের জামাই ধনুশ। পুরষ্কার পেয়ে বেজায় খুশি রজনীকান্ত। হাসিমুখে ফ্রেমবন্দি থালাইভা।ভিডিওবার্তায় এদিন রজনীকান্তকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে এআর রহমান, মোহনলালের মতো তারকারা।
Superstar Rajinikanth dedicates his Dadasaheb Phalke Award to his teacher K Balachander, brother Sathyanarayana Rao Gaekwad, friend Raj Bahadhur, to all film fraternity, producers, directors, technicians, co-artists, distributors, theatre owners and to his fans & Tamil people. pic.twitter.com/iLZBsWdUIB
— ANI (@ANI) October 25, 2021
ভারতীয় চলচ্চিত্র জগতের এই সর্বোচ্চ দাদা সাহেব ফালকে পুরস্কার গুরু কে বালাচন্দরকে উৎসর্গ করেন রজনীকান্ত। জাতীয় পুরস্কারের মঞ্চে এই সম্মান পাওয়ার পর তিনি বলেন, ‘আজকের এই পুরস্কার আমি আমার গুরু কে বালাচন্দর স্যরকে উৎসর্গ করছি। আমাকে আজ এই পুরস্কারে সম্মানিত করার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। এছাড়াও আমার দাদা সত্যনারায়ণ রাও গায়কোয়াড়ের কথা আজ খুব মনে পরছে। যিনি আমার পিতৃতুল্য। সত্যনারায়ণ রাও আমাকে জীবনের মূল্য বুঝিয়েছিলেন। যা কখনওই ভোলার নয়।’
আরও পড়ুনঃ ভারাক্রান্তমনে দীপাবলিতে মিষ্টিমুখ শাহরুখের, নতুন বিজ্ঞাপনে মুগ্ধ অনুরাগীরা
প্রথমজীবনে বাস কন্ডাক্টার ছিলেন থালাইভা। সেই বাসের চালক রাজ বাহাদুর-ই প্রথম আবিষ্কার করেছিলেন অভিনেতা রজনীকান্তকে। আজ সাফল্যের চূড়ায় পৌঁছেও তাঁর জীবনের গোড়ার দিনের স্ট্রাগলিংয়ের কথা ভুলে যাননি রজনীকান্ত। সেইসময় যাঁদের পাশে পেয়েছিলেন, তাঁদের ভোলেননি তিনি। তাই ২৫ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে দাদাসাহেব ফালকে পুরস্কার হাতে তুলেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছেন সেসকল মানুষগুলোকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584