নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মারন ভাইরাস করোনা, যার তাণ্ডব সারা বিশ্বের পাশাপাশি এদেশেও। আর এই মহামারী করোনা ভাইরাসকে প্রতিহত করতে যখন প্রতিশোধক তৈরিতে ব্যস্ত বিশ্বের চিকিৎসাবিজ্ঞানীরা ঠিক সে সময়ই করোনার হাত থেকে বাচঁতে “করোনা পুজো”-র আয়োজন করলেন একদল মহিলা।
শুক্রবার আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের বিরবিটি এলাকায় এমনটাই দেখা গিয়েছে। একদিকে সমগ্র বিশ্ব ভ্যাক্সিন আবিস্কারে ব্যস্ত।অন্যদিকে এক শ্রেনীর মানুষ সেই ভাইরাস থেকে রক্ষা পেতে পুজো দিচ্ছেন।
আরও পড়ুনঃ বৃক্ষ রোপণের সংকল্প নিয়ে পরিবেশ দিবস পালন পুলিশের
জানা গিয়েছে, এদিন সকালে লাড্ডু, জবা ফুল দিয়ে এই পুজো করা হয় । যে মাঠে এখনো চাষ হয়নি সেই মাঠে এই পুজো করতে হয়। পুজো শেষে প্রসাদ সহ সব কিছু মাটির নিচে পুঁতে দেওয়া হয়।ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় এদিন এই পুজোর আয়োজন বলে মহিলারা জানান। যদিও বিজ্ঞান মঞ্চ বলছে, এটা কুসংস্কার। এ সব করে করোনা দূর হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584