দুঃস্থ কৃতী আদিবাসী ছাত্রের পাশে থাকার আশ্বাস

0
87

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

support to the talented student
নিজস্ব চিত্র

উচ্চমাধ্যমিকে নজর কারা সাফল্য দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের রাজুয়া গ্রামের উত্তম মার্ডির।তার প্রাপ্ত নম্বর ৪৬১।বাবা নিজস্ব সামান্য জমিতে ও গ্রামের বিভিন্ন জমিতে হাড় ভাঙা পরিশ্রম করেন।তার একমাত্র ছেলের এই সাফল্যে খুশি তিনি।তবে একটাই চিন্তা ছেলেকে উচ্চ শিক্ষিত করার জন্য লাগবে অর্থ। বাধ সাধছে আর্থিক প্রতিকূলতা।উত্তমের ইচ্ছা কৃষি বিজ্ঞান নিয়ে পড়ার। ইচ্ছা থাকলেও উপায় নেই তার বাবার ও পরিবারের।

support to the talented student
মা বাবার সঙ্গে উত্তম।নিজস্ব চিত্র

কারন উত্তমের পরিবারে উত্তমের মা,বাবা সহ তার ছোট দুই বোন নিয়ে ৫ জনের দুইবেলা মুখে অন্ন যোগাতেই হিমসিম।তাই ছেলে কে কৃষি বিজ্ঞানী করতে চিন্তায় পরে গেছে বাবা।তাই ছেলে ও বাবার আশা যদি সরকার থেকে বা কোন সহৃদয় ব্যক্তি উত্তমের পাশে দাঁড়ায় তবে উপকৃত হবে এই আদিবাসী পরিবারের মেধাবি ছাত্রটি।আদৌকি কেউ আগিয়ে আসবেন এই হত দরিদ্র মেধাবি ছাত্রের পাশে! আজই এই খবর লোকমুখে প্রচার হতেই সংবর্ধনা দিতে ছুটে জান বালুরঘাট কলেজের টিএমসিপির ছাত্র নেতা রোহন চক্রবর্ত্তী।

আরও পড়ুনঃ অর্থ সঙ্কটে বিপর্যস্ত কৃতী ছাত্রী সোমার এগিয়ে যাওয়ার স্বপ্ন

গত লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রে তৃনমূল কংগ্রেসের ফলাফল খারাপ হয়েছে।সেই ফলাফলে তৃণমূল কর্মীরা সময়ীক ভেঙ্গে পড়লেও।ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েই মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মাঠে নেমে পড়েছে। তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটও পিছিয়ে নেই।তারা জেলার বিভিন্ন দুঃস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে তাদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তাদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছে।

সেই লক্ষ্যেই গতকাল তপনের রাজুয়াতে দুঃস্থ কৃতি ছাত্র উত্তম মার্ডির পড়াশুনো আর্থিক কারণে যাতে অন্তরায় না হয়, তার জন্য বালুরঘাট কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হল এবং ভবিষ্যতে তার পড়াশোনায় যাতে কোনোরুপ অসুবিধা না হয় তার জন্য সমস্ত দায়িত্ব নিল তৃণমূল ছাত্র পরিষদ।উত্তমের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধিত করা হল, পড়াশুনোর সামগ্রী দেওয়া হলো এবং ভবিষ্যতে তার পড়াশোনায় যাতে কোনোরূপ বাধা না আসে তার জন্য সমস্ত দায়িত্বও নেওয়া হল।

শুধু উত্তম নয়, উত্তমের মত দুঃস্থ কৃতী ছাত্র-ছাত্রী যারাই রয়েছে, বালুরঘাট কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদ তাদের জন্য সারা জেলা জুড়ে এই কর্মসূচি অবিরতভাবে চালাতে থাকবে।আর এবার তার তালিকায় যুক্ত হল রাজুয়ার উত্তম। গত কাল তাদের এই আয়োজনে তাদের সাথে ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু।

আর ভবিষ্যতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরী ছাত্র সংগঠনের যেটা প্রধান এবং প্রথম কাজ, সেই দুঃস্থ এবং কৃতী ছাত্রদের ভবিষ্যতকে উজ্জ্বল করা – সেই কাজ বালুরঘাট কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদ সাড়া দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে চালাতে থাকবে বলে তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here