ত্রিপুরা পরিস্থিতি নিয়ে তৃণমূলের মামলা গৃহীত শীর্ষ আদালতে, শুনানি মঙ্গলবার

0
66

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ 

ত্রিপুরার পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেই মত এদিন মামলা দায়ের হয়, সেই মামলা গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত। আগামীকাল ২৩ নভেম্বর মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হবে এই মামলার।

supreme court

আগামী ২৫ নভেম্বর পুরসভা এবং নগর পঞ্চায়েতের ভোট ত্রিপুরায়। তার আগে ত্রিপুরায় বিজেপি-র হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। বিগত কয়েকমাসে একাধিক বার হামলা হয়েছে তাঁদের উপর। ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে।এর আগে দেশের শীর্ষ আদালত রায় দিয়েছিল যে, নির্বাচনের আগে সব বিরোধীদলকে প্রচারের সুযোগ দিতে হবে। কিন্তু আদতে সেখানে কোন বিরোধী দলকে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না। অবমাননা হচ্ছে শীর্ষ আদালতের রায়ের, এই মর্মে আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ অভিষেকের মিছিলে অনুমতি দিলো না বিপ্লব দেবের প্রশাসন, শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে তৃণমূল

তবে তৃণমূলের এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘‘মাথায় দুটো ইট পড়েছে, তাতেই সুপ্রিম কোর্টে ছুটছে। আর দুটো ইট পড়তে তো রাষ্ট্রপুঞ্জে যাবে।’’

আরও পড়ুনঃ বিধানসভা ভোটে হেরেও বড় দায়িত্ব পেলেন ভারতী ঘোষ

অন্যদিকে, আজ সোমবার আগরতলা পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার আগরতলায় তাঁর পূর্ব নির্ধারিত মিছিলের কর্মসূচীর অনুমতি দেয়নি ত্রিপুরা প্রশাসন। তবে শেষে মিলেছে পথসভার অনুমতি। সায়নী ঘোষকে গতকাল গ্রপ্তারের পর তাঁদের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় তৃণমূলের অভিযোগের নিশানা সয়াসরি বিপ্লব দেবের প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here