সেন্ট্রাল ভিস্তা উন্নয়ন প্রকল্পে ছাড়পত্র সুপ্রিম কোর্টের

0
69

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মঙ্গলবার কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা উন্নয়ন প্রকল্পের প্রকল্পে ছাড়পত্র দিয়ে দিল সুপ্রিম কোর্ট। নতুন সংসদ ভবন ও কেন্দ্রীয় মন্ত্রকের ভবন সংস্কারের প্রকল্প নিয়ে জমি ও পরিবেশ সংক্রান্ত কোন বিধিনিষেধের সমস্যাই আর থাকছে না। পক্ষে ২ এবং বিপক্ষে ১, এই ভাবে রায়দান হয় এদিন। তিন বিচারপতির বেঞ্চের নেতৃত্বে থাকা বিচারপতি এ এস খানউইলকর জানান, দিল্লি উন্নয়ন নিগমের আইন অনুযায়ী বিদ্যুতের ব্যবহার এবং পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র যথাযথ রয়েছে। তাই প্রকল্প শুরু করতে কোনও বাধা নেই।

central vista project | newsfront.co

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নতুন ত্রিকোণ সংসদ ভবনের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ঘোষণা হয়। এই সংসদ ভবনে একসঙ্গে ৯০০ থেকে ১২০০ সাংসদ বসতে পারবেন। ২০২২ সালের আগস্ট মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে যাতে ৭৫তম স্বাধীনতা দিবসে উদ্বোধন সম্ভব হয় নতুন সংসদ ভবনের। গত ৭ ডিসেম্বর, সুপ্রিম কোর্ট নয়া সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুমতি দিলেও কেন্দ্রকে জানিয়ে দেয়, সর্বোচ্চ আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রকল্প শুরু করা যাবে না। কেন্দ্র সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রকল্প শুরু করেনি।

আরও পড়ুনঃ জিও টাওয়ারে হামলা, ব্যবস্থা নেওয়ার জন্য নোটিস জারি পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের

উল্লেখ্য, প্রকল্প শুরু নিয়ে বাধার কারণ ছিল একমাত্র পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধ। এই প্রকল্পের জন্য প্রচুর গাছ কাটা পড়বে। সেই সঙ্গে রাজধানীর সবচেয়ে সুরক্ষিত এলাকায় দূষণের মাত্রা বাড়বে। শীর্ষ আদালত সব বিধিনিষেধ খতিয়ে দেখে অবশেষে অনুমতি দিয়েছে। কেন্দ্র জানিয়েছিল, সেন্ট্রাল ভিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে সরকারের প্রায় ১০০০ কোটি টাকা ভাড়া বাবদ বাঁচবে। কারণ বহু কেন্দ্রীয় সরকারি অফিস এই মূহূর্তে ভাড়া করা বিল্ডিংয়ে চলে। বিরোধীরা কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের বিরোধিতা করেছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here