মেসি কি আর দেশের জার্সিতে খেলবেন? জল্পনা

0
65

স্পোর্টস ডেস্কঃ-

তাঁর অবসর নিয়ে বিস্তর জল্পনা। সন্দেহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন খোদ লিওনেল মেসি নিজেই। তিনি নিজেই আগামী মাসে প্রীতি ম্যাচ দুটিতে খেলতে আগ্ৰহী নন তা জানিয়ে দিয়েছেন।কেউ কেউ তো ভেবে নিয়েছে দেশের হয়ে মেসি শেষ ম‍্যাচ খেলে ফেলছেন। অনেক ভক্তর উদ্বেগ- মেসিকে আকাশি-নীল জার্সিতে ফের দেখা যাবে তো? উত্তর নিয়ে সন্দিহান খোদ আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন নতুন কোচ লিওনেল স্কালোনিও।

তবে দল ঘোষণার আগে মেসির সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনার ভাবী কোচ স্কালোনি। মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘(দল ঘোষণার আগে) আমি মেসির সঙ্গে কথা বলেছি। ওর সঙ্গে কথা বলেই জেনেছি ও এই দুটি ম্যাচ খেলবে না।’ আগামী অক্টোবর এবং নভেম্বরে আরো চারটি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। আসন্ন কোপা আমেরিকা কাপের প্রস্তুতির জন্যই এই ম্যাচগুলো অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।

স্কালোনি আরো বলেছেন, ‘সত্যি বলতে আমরা ভবিষ্যত নিয়ে আলোচনা করিনি।’ তাই প্রশ্ন উঠছেই- মেসি কি আর দেশের জার্সিতে খেলবেন?

(ফিচার ছবি- laprensa.hn)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here