ওয়েবডেস্কঃ
কোন অবস্থাতেই যৌন নিপীড়িতের নাম ঘোষণা করতে পারবে না মিডিয়া। এই মর্মে আজ মঙ্গলবার এক রায় ঘোষণা করেন সুপ্রীম কোর্টের জাস্টিস মদন বি লোকুরের নেতৃত্বের বেঞ্চ।
লাইভ ল্য সূত্রে জানা গেছে যে সুপ্রীম কোর্ট মন্তব্য করেন এটা খুব দুঃখজনক যে যৌন নিপীড়িতদের অস্পৃশ্য হিসাবে দেখছে সমাজ। তাই জাস্টিস মদন বি লোকুরের বেঞ্চ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়াকে নির্দেশ দেন কোনো অবস্থাতেই যেন ধর্ষিত বা যৌন নিপীড়িতের পরিচয় প্রকাশ না হয়।
পূর্বের এক শুনানিতে সর্বোচ্চ আদালতে উঠে আসে যে প্রেসের স্বাধীনতা ও নিপীড়িতের অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত। আজ যেন সেই যুক্তিতেই শীলমোহর পড়ল।
অ্যামিকাস ক্যুরি হিসাবে কর্মরত সিনিয়ার অ্যাডভোকেট ইন্দিরা জয়প্রকাশ সর্বোচ্চ আদালতকে জানান যে মিডিয়া অনেকক্ষেত্রে ‘প্যারালাল বিচারব্যবস্থা’ চালাচ্ছে। তিনি আরো জানান যে পুলিশ অনেকক্ষেত্রে কোর্টে চার্জশিট পেশ করার আগেই তথ্য প্রকাশ করে দিচ্ছে। শুনানির পর সর্বোচ্চ আদালত পুলিশকেও একই মর্মে নির্দেশ দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584