নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
এবার থেকে কোর্টের সমন বাড়িতে নাও আসতে পারে। কেন জানেন? কারণ আদালত সমন পাঠাতে পারে ডিজিটাল মাধ্যমে। হোয়াটসঅ্যাপ, ই-মেল, ইনস্টা মেসেজ অ্যাপ এবং ফ্যাক্সের মাধ্যমে আপনার কাছে যেতে পারে কোর্ট তলব। শুক্রবার ভার্চুয়াল শুনানিতে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।সূত্রে খবর, করোনা আবহে স্বাস্থ্যবিধি মানতেই এই পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।
এদিনের শুনানিতে বিচারপতি এএস বোপান্না এবং আর সুভাষ রেড্ডির ডিভিশন বেঞ্চ বলেছে, “এই করোনা পরিস্থিতিতে পোস্ট অফিস গিয়ে কোর্টের নথি সংগ্রহ সম্ভব নয়। কিংবা পোস্ট অফিস থেকে লোক পাঠিয়ে সেই নথি পৌঁছে দেওয়া অসম্ভব। তা আমরা এই ক’দিনে পর্যবেক্ষণ করে দেখেছি। তাই এই কাজগুলো এবার থেকে ই-মেল, ফ্যাক্স বা হোয়্যাটসঅ্যাপ মাধ্যমে হতে পারে। আমরা সমন পাঠানোর জন্য ইনস্টা ম্যাসেঞ্জার অ্যাপসও ব্যবহার করতে পারি। দুটি নীল দাগ বলে দেবে যে সেই ব্যক্তি নথি গ্রহণ করেছে।”
আরও পড়ুনঃ ২০২১-এর আগে আসছে না করোনা ভ্যাকসিন, জানাল বিজ্ঞানমন্ত্রক
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। তবে পঞ্চম দফার লকডাউনেই শুরু হয় দেশব্যাপী আনলক পর্ব। তারপর থেকে কোর্টের দরজা খুলেছে। কিন্তু শুরু হয়নি এজলাসে শুনানি। এখন ভার্চুয়াল শুনানির মাধ্যমে চলছে সওয়াল-জবাব। এই ব্যবস্থাতেও শিথিলতা এনে শীর্ষ আদালত জানিয়েছে, শুনানির সময় কালো কোট না পরলেও চলবে, সাদা শার্ট আর গলাবন্ধ পরেও শুনানিতে অংশ নিতে পারবেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584