গুজরাট দাঙ্গায় অভিযুক্ত ১৪ জনের জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের

0
56

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

২০০২ সালের গুজরাট দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ১৪ জন আসামিকে জামিন দিল শীর্ষ আদালত। শর্ত একটাই– তারা কেউ নিজের রাজ্যে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ওই ১৪ জনকে সামাজিক ও বিভিন্ন আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

তবে জামিনপ্রাপ্তরা আদৌ আধ্যাত্মিক ও সামাজিক কাজে নিজেদের নিযুক্ত করবে কি না, সেই বিষয়ে তদারকি করার জন্য মধ্যপ্রদেশের ইন্দোর এবং জব্বলপুরের জেলা আইনজীবী কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট।

ফাইল চিত্র

পাশাপাশি সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনকে তাঁদের জীবিকার জন্য কাজের সন্ধান দিতেও বলেছে এবং ওই ১৪ জনের আচরণের বিষয়ে একটি শংসাপত্র দাখিল করতেও বলা হয়েছে।

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরায় সবরমতী এক্সপ্রেসে সন্ত্রাসবাদীরা আগুন লাগিয়ে দিয়েছিল, যাতে প্রায় ৫৯ জন মারা গিয়েছিল। এদের মধ্যে অধিকাংশই ছিল মুসলমান। এরপরেও গুজরাটের সর্দারপুরা গ্রামে তিনদিন ধরে মুসলমানদের গণহত্যার অভিযোগ উঠেছিল। এই ঘটনার পিছনে দায় উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here